দুই দিনেও জ্ঞান ফেরেনি জিয়ার

সড়ক দুর্ঘটনায় আহত প্রথম আলোর প্রধান আলোকচিত্র সাংবাদিক জিয়া ইসলামের জ্ঞান ফেরেনি দুই দিনেও।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Jan 2017, 06:01 PM
Updated : 11 Jan 2017, 06:01 PM

রাজধানীর অ্যাপোলো হাসপাতালে কৃত্রিম শ্বাস-প্রশ্বাসে থাকা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা।

প্রথম আলোর সিটি এডিটর কামরুল হাসান বুধবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগামীকাল সন্ধ্যার পর বলা যাবে, তিনি কেমন আছেন। কৃত্রিম শ্বাস-প্রশ্বাসে থাকা জিয়ার জ্ঞান এখনও ফেরেনি। তিনি যন্ত্রের সহায়তা ছাড়া শ্বাস নিতে পারছেন কি না তাও  পরীক্ষা করে দেখা হবে বলে চিকিৎসকরা জানিয়েছেন।”

অ্যাপোলো হাসপাতালে যে চিকিৎসকের তত্ত্বাবধানে জিয়ার চিকিৎসা চলছে তিনি বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মঙ্গলবার মস্তিষ্কে অস্ত্রোপচারের পর দুপুরের দিকে তার একটি চোখ সাড়া দিতে শুরু করে। শরীরের তাপমাত্রা ও রক্তচাপ স্বাভাবিক ছিল। শারীরিক অবস্থার আরেকটু উন্নতি হলে জিয়ার অন্যান্য চিকিৎসা শুরু হবে।”

সোমবার মধ্যরাতে রাজধানীর পান্থপথে বসুন্ধরা সিটির সামনে প্রাইভেট কারের ধাক্কায় মোটর সাইকেলে থাকা জিয়া আহত হন। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে নেওয়া হয় অ্যাপোলো হাসপাতালে।

জিয়া ইসলাম আহত হওয়ার ঘটনায় গ্রেপ্তার অভিনেতা কল‌্যাণ কোরাইয়াকে বুধবার কারাগারে পাঠিয়েছে আদালত।