গাজীপুরের এসপি হারুনকে প্রত্যাহার

ইউপি নির্বাচনকে কেন্দ্র করে গাজীপুর জেলার পুলিশ সুপার হারুন অর রশীদকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 April 2016, 10:39 AM
Updated : 21 April 2016, 04:41 PM

হারুনের সঙ্গে একই জেলার কাপাসিয়া ও শ্রীপুর থানার ওসিকেও প্রত্যাহার করতে বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ও পুলিশ মহাপরিদর্শককে চিঠি পাঠানো হয়েছে।

কয়েক বছর আগে সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউতে হরতালে পিকেটিংয়ের সময় তৎকালীন বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুকের উপর চড়াও হয়ে আলোচনায় উঠেছিলেন হারুন। 

তিনি বর্তমানে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক।

পুলিশ কর্মকর্তা হারুন অর রশীদ

হারুনের সঙ্গে কাপাসিয়া থানার ওসি মীর রকিবুল হক এবং শ্রীপুর থানার ওসি মো. আসাদুজ্জামানকে সরানো হয়েছে।

শ্রীপুরের এক ইউপি সদস্য প্রার্থীকে বুধবার কুপিয়ে হত্যার পর তাদের সরানোর সিদ্ধান্ত নিল ইসি।

ইসির উপ সচিব সামসুল আলম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, গাজীপুর জেলার ইউপি নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে এসপি ও দুই ওসিকে প্রত্যাহার করে তদস্থলে উপযুক্ত কর্মকর্তা পাঠানোর নির্দেশ দিয়েছে ইসি।

প্রত্যাহারের পর হারুনকে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে বলে বাহিনীর উচ্চ পর্যায়ের এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

দুই ধাপের ইউপি ভোট শেষ হয়েছে ইতোমধ্যে। এখন পর্যন্ত ৮ জন ওসিকে প্রত্যাহার করা হলেও এসপি প্রত্যাহারের ঘটনা এটাই প্রথম।

২৩ এপ্রিল শ্রীপুরসহ বাংলাদেশের ৬২০ ইউপিতে ভোটের কথা রয়েছে।