রফিক আজাদের মৃত্যু সাহিত্য অঙ্গনের অপূরণীয় ক্ষতি: স্পিকার

একুশে পদক ও বাংলা একাডেমি পুরস্কারজয়ী কবি রফিক আজাদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 March 2016, 01:16 PM
Updated : 12 March 2016, 01:16 PM

শনিবার সংসদ সচিবালয় থেকে পাঠানো এক শোকবার্তায় স্পিকার বলেন, “কবি রফিক আজাদ ছিলেন দেশের একজন বরেণ্য কবি ও বীর মুক্তিযোদ্ধা।

“তিনি ছিলেন মানবতার কবি, আজীবন মানুষের কল্যাণে কাজ করে গেছেন। তার এই মৃত্যু সাহিত্য অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি।”

স্পিকার কবির আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা  জানান।

কবি রফিক আজাদের মৃত্যুতে ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া এবং প্রধান হুইপ আ স ম ফিরোজও শোক প্রকাশ করেন বলে ওই শোক বার্তায় জানানো হয়।

রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুরে মারা যান ‘ভাত দে হারামজাদা- তা নাহলে মানচিত্র খাব’ খ্যাত রফিক আজাদ।

গত জানুয়ারিতে রফিক আজাদের ‘ব্রেইন স্ট্রোক’ হলে তাকে প্রথমে বারডেম হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে নেওয়া হয় আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে।

এরপর তাকে নেওয়া হয় বিএসএমএমইউতে। এই হাসপাতালেই নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ছিলেন তিনি।