ফেইসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃতির অভিযোগে মেহেরপুরে একটি মামলা হয়েছে।
Published : 19 Aug 2015, 01:34 PM
মঙ্গলবার রাতে গাংনী থানায় মামলাটি দায়ের করেন জেলা যুবলীগ সভাপতি ওয়াসিম সাজ্জাদ লিখন।
গাংনী থানার ওসি মোক্তার হোসেন বলেন, মামলাটি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন ২০০৬ এবং সংশোধনী ২০১৩ এর ৫৭ ধারায় করা হয়েছে।
বিষয়টি তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি।
বাদী ওয়াসিম সাজ্জাদ লিখন জানান, ইসলাম জহুরুল নামের এক ব্যক্তি প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে তার ফেইসবুক আইডি থেকে ছড়িয়ে দিয়েছে।
এ কারণে ‘সংক্ষুদ্ধ’ হয়ে তিনি মামলাটি করেছেন বলে জানান।