তার বাড়ি ভোলা সদরের আলী নগর মাদ্রাসা বাজার।
Published : 26 Jan 2024, 06:57 PM
রাজধানীর যাত্রাবাড়ীতে দুই ভবনের মাঝে থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে মীরহাজারীবাগ কাঁচাবাজারের পাশের একটি গলি থেকে লাশটি উদ্ধার করা হয়।
জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে সংবাদ পেয়ে ১৯ বছর বয়সী হাসানের লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন যাত্রাবাড়ী থানার এসআই সাব্বির হোসেন।
তিনি বলেন, “একটি পঞ্চম তলা ও একটি চতুর্থ তলা ভবনের মাঝে নিচে মরদেহটি পড়েছিল। তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে।
“ধারণা করা হচ্ছে, চুরি করতে উপরে উঠার সময় কোনোভাবে পড়ে গিয়েছে।”
হাসানের বাড়ি ভোলা সদরের আলী নগর মাদ্রাসা বাজার; থাকতেন মীরহাজীরবাগ এলাকায়।
স্বজনদের বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা সাব্বির বলেন, “হাসান আগে যাত্রাবাড়ী এলাকায় বাহাদুর শাহ পরিবহনে (হিউম্যান হলার) হেলপারি করত।
“প্রায় দেড় মাস যাবৎ বাসায় যেত না, বাইরে ঘোরাঘুরি করতো।”
হাসান মাদকাসক্ত ছিল জানিয়ে এসআই সাব্বির বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।