এ মামলার আসামি আবজালের স্ত্রী রুবিনা খানম পলাতক রয়েছেন।
Published : 10 Jul 2024, 08:18 PM
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক হিসাবরক্ষক কর্মকর্তা আবজাল হোসেনের জামিন নাকচ করেছে আদালত।
ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজবিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন তার জামিন নামঞ্জুর করেন।
এ মামলার আসামি আবজালের স্ত্রী রুবিনা খানম পলাতক রয়েছেন।
দুদকের আদালত পরিদর্শক আমির হোসেন বলেন, এ মামলায় কারাগারে আটক আসামি আবজালের জামিন চেয়ে আবেদন করা হলে শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করেছেন।
মামলাটি বিচারের জন্য ঢাকার ১০ নম্বর বিশেষ জজ আদালতে বদলি করা হয়েছে। আগামী ১ অগাস্ট ওই আদালতে অভিযোগ গঠনের শুনানি হবে বলে জানান তিনি।
২০১৯ সালের ২৭ জুন আবজাল-রুবিনা দম্পতির বিরুদ্ধে দুদকের উপপরিচালক তৌফিকুল ইসলাম মামলা করেন।
তদন্ত শেষে গত ৬ মার্চ সহকারী পরিচালক শহিদুল ইসলাম আদালতে অভিযোগপত্র দেন।
এই দম্পতির বিরুদ্ধে ১১৩ কোটি ৯ লাখ ৬৪ হাজার ৪২৮ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং বিভিন্ন ব্যাংকের ৬৩ হিসাবে লেয়ারিংয়ের মাধ্যমে ৩২৫ কোটি ১ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়।
মামলার অভিযোগপত্রে বলা হয়, আসামিরা মালেশিয়ার ৫টি ব্যাংক হিসাবে ২২ লাখ রিঙ্গিত, অস্ট্রেলিয়ার ২২টি ব্যাংক ও ৩টি প্রতিষ্ঠানে ১ কোটি ১৮ অস্ট্রেলিয়ান ডলার, কানাডায় দুটি ব্যাংকে ৫ লাখ ৬৪ হাজার কানাডিয়ান ডলার পাচার করেছেন।
পাশাপাশি কানাডা থেকে অস্ট্রেলিয়ায় ৮ লাখ ৪৪ হাজার ডলার পাচার করেছেন। এর মধ্যে আবজাল মালয়েশিয়ায় ৯ লাখ ২৯ হাজার ৬৭০ রিঙ্গিত, অস্ট্রেলিয়ায় ৫৬ লাখ ৮৮ হাজার ৬৭৭ ডলার এবং কানাডায় ৩ লাখ ৮৩ হাজার ৬৫৫ ডলার পাচার করেন।
আর রুবিনা মালয়েশিয়ায় ১৩ লাখ ৫১ হাজার ৫২০ রিঙ্গিত, অস্ট্রেলিয়ায় ৬১ লাখ ৪৯ হাজার ৭১৮ অজি ডলার এবং কানাডায় ৪ লাখ ৬১ হাজার কানাডিয়ান ডলার পাচার করেন।
অভিযোগপত্রে আরও বলা হয়, দেশে আবজালের ৬ কোটি ৬৩ লাখ ৬৭ হাজার টাকার সম্পদ রয়েছে। এছাড়া ব্যাংকে তার অবৈধ লেনদেন ১৭ কোটি ১৭ লাখ টাকা। রুবিনার দেশে ১০৬ কোটি টাকার সম্পদ এবং ব্যাংকে অবৈধ ৩০৭ কোটি পাওয়া গেছে।
২০১০ থেকে ২০১৯ সাল পর্যন্ত লেনদেনের তথ্য তদন্ত করে এসব জানা গেছে।