শুক্রবার দুপুরে জুমার নামাজের সময় ওই দোকানে এ চুরির ঘটনা ঘটে।
Published : 06 Jan 2025, 11:49 AM
রাজধানীর সীমান্ত স্কয়ারের ‘ক্রাউন ডায়মন্ড অ্যান্ড জুয়েলার্স’ থেকে ১৬৯ ভরি স্বর্ণালংকার চুরির ঘটনায় অন্তত আটজনকে শনাক্ত করেছে পুলিশ।
ঘটনাস্থলের সিসিটিভির ভিডিও দেখে তাদের শনাক্তের কথা জানিয়েছেন ধানমন্ডি থানার ওসি আনোয়ার হোসেন রাসেল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “এদের প্রায় প্রত্যেককে শনাক্ত করা গেছে, এখন গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
গত শুক্রবার দুপুরে জুমার নামাজের সময় ওই গয়নার দোকানে এ চুরির ঘটনা ঘটে।
পুলিশ জানায়, তিনজন কর্মী দোকানের প্রবেশ পথের শাটারে তালা দিয়ে নামাজ পড়তে যান। দোকানের অন্য পাশ গ্লাস দিয়ে আটকানো ছিল।
ওসি বলেন, " চুরির ঘটনার সাথে ৮ থেকে ৯ জন জড়িত থাকলেও একজনই তালা ভেঙে দোকানের ভেতরে প্রবেশ করে এবং স্বর্ণালঙ্কারগুলো নিয়ে যায়।
“বাকিরা দোকানের আশপাশে নজরদারি করছিল, কেউ আবার পাশের খোলা দোকানে ঢুকে ওই দোকানের কর্মচারীকে কোনো কিছু কেনার ছলে ব্যস্ত রাখছিল।"
‘অত্যন্ত পরিকল্পিতভাবে’ তারা ১০ থেকে ১২ মিনিটের মধ্যে চুরির ওই ঘটনা ঘটায় বলে ওসির ভাষ্য।
তিনি বলেন, "আশপাশে থাকা ৮ অথবা ৯ জনকে চোর বলে সন্দেহ করার পেছনে মার্কেটের ভেতরে তাদের আচরণ, চলাফেরা, অন্য দোকানগুলো থেকে কিছু না কেনা, আবার প্রায় একই সময় বেরিয়ে যাওয়ায় বিষয়গুলো রয়েছে।”
ওসি আনোয়ার হোসেন রাসেল বলেন, "শনাক্তের পর তাদের ব্যাপারে খোঁজ খবর নিতে গিয়ে দেখা যায়, তাদের প্রায় সবাই পেশাগত অপরাধী। দ্রুতই তাদের গ্রেপ্তার করা সম্ভব হবে।"