৭ মার্চ: স্মৃতি চিরঞ্জীব স্মারকসৌধে প্রধান বিচারপতির শ্রদ্ধা

বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকে স্মরণীয় রাখতে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ‘স্মৃতি চিরঞ্জীব স্মারকসৌধ’ স্থাপন করা হয় ২০২৩ সালে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 March 2024, 07:26 AM
Updated : 7 March 2024, 07:26 AM

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।

বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট ইনার গার্ডেনে ‘স্মৃতি চিরঞ্জীব স্মারকসৌধে’ পুষ্পস্তবক অর্পণ করে তিনি ১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের দিনটি স্মরণ করেন।

শ্রদ্ধা নিবেদনের পর প্রধান বিচারপতি সাংবাদিকদের বলেন, “সাতই মার্চ উপলক্ষে প্রথমবারের মত সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে ফুল দিয়ে জাতির জনকের প্রতি আমরা শ্রদ্ধা জানালাম। এ ধারা ভবিষ্যতে অব্যাহত থাকবে।”

আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী, হাই কোর্ট বিভাগের বিচারপতি শেখ মো. জাকির হোসেন, বিচারপতি শেখ হাসান আরিফ, বিচারপতি জে বি এম হাসান, বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানী, আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান, হাই কোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সী মো. মশিয়ার রহমান ও এসকে এম তোফায়েল হাসান (বিচার) ও সুপ্রিম কোর্টের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

১৯৭১ সালের এই দিনেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ডাক দিয়েছিলেন।

সোহরাওয়ার্দী উদ্যানে (তৎকালীন রেসকোর্স ময়দান) স্বাধীনতাকামী ৭ কোটি মানুষকে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে বঙ্গবন্ধু বলেছিলেন, “এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম- এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।”

বঙ্গবন্ধুর সেই ভাষণকে ২০১৭ সালের ৩০ অক্টোবর ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি দেয় ইউনেস্কো।

দিনটির স্মরণে ২০২৩ সালের ২৮ জুলাই সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ‘স্মৃতি চিরঞ্জীব স্মারকসৌধ’ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।