ঢাকায় জাতিসংঘের মানবাধিকার প্রধান

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কোনো হাই কমিশনারের এটাই প্রথম বাংলাদেশ সফর।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 August 2022, 07:04 AM
Updated : 14 August 2022, 07:04 AM

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার মিশেল ব্যাশেলে চার দিনের সফরে বাংলাদেশে পৌঁছেছেন।

রোববার সকাল সাড়ে ১০টার দিকে দিনে তিনি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন।

বিমানবন্দরে মিশেল ব্যাশেলেকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কোনো হাই কমিশনারের এটাই প্রথম বাংলাদেশ সফর।

এই সফরে সরকারের মন্ত্রীদের সঙ্গে বৈঠকের পাশাপাশি জাতীয় মানবাধিকার কমিশন, যুব প্রতিনিধি, নাগরিক সমাজের প্রতিনিধি এবং অ্যাকাডেমিশিয়ানদের সঙ্গে মতবিনিময় করবেন মিশেল ব্যাশেলে ।

১৫ অগাস্ট জাতীয় শোক দিবসে ধানমণ্ডিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাদুঘরে তিনি শ্রদ্ধা নিবেদন করবেন।

এছাড়া কক্সবাজারের শরণার্থী শিবিরে আশ্রয় নিয়ে থাকা রোহিঙ্গাদের সঙ্গে দেখা করবেন জাতিসংঘের মানবাধিকার প্রধান।

পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর সঙ্গে আলাদা বৈঠকের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সৌজন্য সাক্ষাত করার কথা রয়েছে।

২০১৮ সালের অগাস্ট থেকে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধানের দায়িত্ব সামলাচ্ছেন চিলির সাবেক প্রেসিডেন্ট মিশেল ব্যাশেলে।