মঙ্গলবার ১৫৭ উপজেলায় ভোট হবে; এরমধ্যে ২৪টি উপজেলায় ভোটগ্রহণ হবে ইভিএমে।
Published : 16 May 2024, 10:52 PM
উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে দুর্গম ও উপকূলীয় ৩০ উপজেলায় কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছে দেওয়া হবে ভোটের আগের দিন ২০ মে।
এই ধাপের বাকি ১২৭ উপজেলায় মঙ্গলবার ভোটের দিনের ভোরে ব্যালট পেপার বা ইভিএম পৌঁছে দেওয়া হবে বলে নির্বাচন কমিশন জানিয়েছে।
এই ১৫৭টি উপজেলায় সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট চলবে সেদিন। এরমধ্যে ২৪টি উপজেলায় ভোটগ্রহণ হবে ইভিএমে।
বৃহস্পতিবার নির্বাচন কমিশনের নির্বাচন পরিচালনা শাখা থেকে রিটার্নিং কর্মকর্তাদের পাঠানো এক চিঠিতে বলা হয়, পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা নিয়ে ৩০ উপজেলার ৬১৫টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণের আগের দিন নির্বাচনী মালামাল ও ব্যালট পেপার পাঠানোর বিষয়ে নির্বাচন কমিশন সম্মতি দিয়েছে।
এই ৩০ উপজেলা হল– কুড়িগ্রাম সদর, উলিপুর, অষ্টগ্রাম, গাইবান্ধা সদর, শিবগঞ্জ, মুলাদী, হিজলা, কুমারখালী, ভোলা সদর, দৌলতখান, মৌলভীবাজার সদর, রাজনগর, কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট, ধর্মপাশা, তাহিরপুর, জামালগঞ্জ, বিশ্বম্ভরপুর, বাহুবল, নবীগঞ্জ, খাগড়াছড়ি সদর, দীঘিনালা, পানছড়ি, লামা, নাইক্ষ্যংছড়ি, বিলাইছড়ি, রাজস্থলি, কাপ্তাই, লালমনিরহাট সদর ও সুন্দরগঞ্জ।
ভোটের দিন নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি থাকবে। যান চলাচলও সীমিত থাকবে।
দ্বিতীয় ধাপে প্রার্থীদের প্রচার পর্ব শেষ হবে ১৯ মে মধ্যরাতে।
ইসির নির্দেশনায় বলা হয়েছে, নির্বাচনী এলাকায় ১৯ মে রাত ১২টা থেকে ২২ মে রাত ১২টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা থাকবে।
আর ২০ মে রাত ১২টা থেকে ২১ মে রাত ১২টা পর্যন্ত ট্যাক্সিক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
নির্বাচনি এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা এবং যানজট নিরসনের মত প্রয়োজনে বাস্তবতার নিরিখে ও স্থানীয় বিবেচনায় এসব যানবাহন ছাড়াও যে কোনো যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারবে কর্তৃপক্ষ।
তবে নির্বাচনী এলাকায় রিটার্নিং অফিসারের অনুমতি সাপেক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী/তাদের নির্বাচনি এজেন্ট, দেশি/বিদেশি পর্যবেক্ষকদের (পরিচয়পত্র থাকতে হবে) ক্ষেত্রে যানবাহনের বিধিনিষেধ শিথিলযোগ্য।
তাছাড়া নির্বাচনের সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত দেশি/বিদেশি সাংবাদিক (পরিচয়পত্র থাকতে হবে), নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, নির্বাচনের বৈধ পরিদর্শক এবং কিছু জরুরি কাজ যেমন- অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক, টেলিযোগাযোগ ইত্যাদি কার্যক্রমের যানবাহন চলাচলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।
একই সঙ্গে জাতীয় মহাসড়ক, বন্দর ও জরুরি পণ্য সরবরাহসহ অন্যান্য জরুরি প্রয়োজনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিষেধাজ্ঞা শিথিল করতে পারবে।
ষষ্ঠ উপজেলা ভোটে দেশের মোট ৪৯৫ উপজেলার মধ্যে নির্বাচন উপযোগী ৪৮৫ উপজেলায় চার ধাপে ভোট হচ্ছে। পরে মেয়াদোত্তীর্ণ হলে বাকিগুলোয় ভোটের আয়োজন করবে নির্বাচন কমিশন।
প্রথম ধাপের ১৩৯ উপজেলায় ভোট হয় ৮ মে। এসব উপজেলায় গড়ে প্রায় ৩৬% ভোট পড়ে।
এর মধ্যে প্রথম ধাপে ২২টি, দ্বিতীয় ধাপে ২৪টি, তৃতীয় ধাপে ২৪ ও চতুর্থ ধাপে দুটি উপজেলায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে ইসি; বাকিগুলোয় ব্যালট পেপারে ভোট হবে।
২১ মে দ্বিতীয় ধাপের পর ২৯ মে তৃতীয় ধাপে ও ৫ জুন চতুর্থ ধাপের ভোট রয়েছে।
পুরনো খবর
দ্বিতীয় ধাপে ১৬১ উপজেলায় ভোট ২১ মে
উপজেলা ভোট: দ্বিতীয় ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ২১ জন