পথশিশুদের সঙ্গে ইফতার কার্ডিনাল প্যাট্রিক ডি রোজারিও’র

“এক ধর্মের গুরু হিসেবে অন্য ধর্মের কাউকে গ্রহণ করতে কোনও বাধা নেই,” বলেন তিনি।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 April 2023, 03:46 PM
Updated : 15 April 2023, 03:46 PM

ঢাকার শতাধিক পথশিশুদের সঙ্গে ইফতার করলেন বাংলাদেশে ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু প্যাট্রিক ডি রোজারিও। 

শনিবার মিরপুরে বেসরকারি সংস্থা কারিতাসের মটস ইনস্টিটিউট অব টেকনোলজির সম্মেলন কক্ষে নিজ উদ্যোগে এ ইফতার আয়োজন করেন তিনি। 

প্যাট্রিক ডি রোজারিও বলেন, “এক ধর্মের গুরু হিসেবে অন্য ধর্মের কাউকে গ্রহণ করতে কোনও বাধা নেই। এক আত্মা অন্য একটি আত্মার সাথে একাত্ম হতে না পারলে ঈশ্বরের নির্দেশ মানা হয় না।” 

একে অন্যের প্রতি একাত্ম হতে ‘আমরা সবাই ভাই বোন’ এই মন্ত্রে শিশুদের উদ্দীপ্ত করেন তিনি। 

কার্ডিনাল প্যাট্রিক ডি রোজারিও বলেন, “বস্তুত আল্লাহ তার ভাল কাজগুলো আরেকজন মানুষের মাধ্যমেই করে থাকেন। আল্লাহর দয়া মানুষের মধ্য দিয়ে প্রকাশ পায়।” 

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতা করেন কারিতাস বাংরলাদেশের নির্বাহী পরিচালক সেবাস্টিয়ান রোজারিও, কারিতাস বাংলাদেশের পরিচালক (অর্থ ও প্রশাসন) রিমি সুবাস দাস, কারিতাসের ঢাকা আঞ্চলিক পরিচালক জ্যোতি গোমেজ, মটস পরিচালক জেমস্ গোমেজ।