০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২
জন্ম কুষ্টিয়ায়। যশোর পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ২০১০ সালে ইলেকট্রনিকস বিভাগে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করেন। ছিলেন বাংলা একাডেমি তরুণ লেখক প্রশিক্ষণ কোর্সের ষষ্ঠ ব্যাচে। বর্তমানে প্রথম আলোয় সম্পাদনা সহকারী হিসেবে কর্মরত। প্রকাশিত বই: ‘টাপুর টুপুর টুপ’ (২০১৬), ‘কিলিক কিলিক মেঘের ঝিলিক’ (২০১৮), সম্পাদনা: ‘ছড়াকার’ (ছড়ার কাগজ)।