খোকা-খুকুর স্বরবর্ণের ছড়া

সুমন মাহমুদসুমন মাহমুদ
Published : 12 Nov 2017, 12:16 PM
Updated : 12 Nov 2017, 12:32 PM

খোকা ও খুকু, সুমন মাহমুদ

খুকুর আছে রাঙা পুতুল

খোকার টিয়েপাখি

খোকা এবং খুকুর মাঝে

ভীষণ মাখামাখি।

খোকার আছে রঙিন ঘুড়ি

নেই কোনো তার জুড়ি

খুকুর আছে দু’হাত ভরা

রেশমি কাচের চুড়ি।

খোকা যখন ওড়ায় ঘুড়ি

খুকু পুতুল খেলে,

স্বপ্ন নামের ফুলপরীরা

হাওয়ায় ডানা মেলে।

খোকা-খুকুর খেলায় সারা

উঠোন ভরে ওঠে,

ইচ্ছে হলেই মায়ের কাছে

আদর নিতে ছোটে।

স্বরবর্ণের ছড়া, মাসুম আওয়াল

অ তে জানি অমর একুশ

অমর মাতৃভাষা

আ তে আমার আকাশ ভরা

মায়ের ভালোবাসা।

ই তে ইঁদুর ছানা

বই কাটতে আসে

ঈ তে ঈগল পাখি

ইঁদুর দেখে হাসে।

উ তে উট পাখিটা

ঠায় দাঁড়িয়ে থাকে

ঊ তে ঊষার আলো

পূব আকাশের বাঁকে।

ঋ তে ঋষি ধ্যানে বসে

কাটায় সারা বেলা

এ তে ভাসে একতারাতে

মিষ্টি সুরের ভেলা।

ঐ তে হলো ঐক্য, মানে

মিলে মিশে থাকা

ও তে ওজন কম দিতে নেই

জানে এটা রাকা।

ঔ তে ঔষধ অসুখ সারায়

জানেন নাতি নানা

স্বর বর্ণের এই ছড়াটা

আছে আমার জানা।