বাংলা বানান ও অন্যান্য ছড়া

সুমন মাহমুদসুমন মাহমুদ
Published : 11 May 2020, 08:31 AM
Updated : 11 May 2020, 08:31 AM

ছড়ায় ছড়ায় বানান

০১.

কালবৈশাখী লিখলে পাশে

ঝড় লিখো না

সঠিক শব্দ শিখবে তুমি

ভুল শিখো না।

০২.

নামায, রোযা, জানাযা আর

যাকাত লিখো জ দিয়ে

বিখ্যাত শেকসপিয়ার লিখবে

ক-এ হসন্ত দিয়ে।

০৩.

আঙুল এবং আঙিনা ঠিক

হয় না যেন ভুল

ভুল করে কেউ লিখবে না

আর

আঙ্গিনা আঙ্গুল।

০৪.

ন-আকার না আলাদা আর

ন ই-কার নি জুড়ে

উল্টো যারা লিখত তাদের

মাথা যাবে ঘুরে।

০৫.

লোক এবং জন মিলে যদি

লোকজন হয়

মানুষজন নয়, বুঝেছ ঠিক

এটা নিশ্চয়!

০৬.

যুঁই হবে না, জুঁই হবে আর

যাদু তো নয় জাদু

আগে তোমরা যা লিখেছ

লিখবে না আর দাদু!

আম কুড়ানো

সকালের মিঠে রোদ

ভালো লাগে খুব

মনে হয় শিশিরের

দলে দিই ডুব।

ঝিরিঝিরি বাতাসে

নেচে ওঠে প্রাণ

আমবনে পাখিদের

আগমনী গান।

গান শুনে আমবনে

আম কুড়িয়ে

সকালের রোদে সুখ

দিই উড়িয়ে।

ছাদে

উড়ছি আমি আকাশজুড়ে

দুরন্ত এক পাখির সুরে

গাইছি হাওয়ার গান

হাওয়ায় হাওয়ায়

প্রাণের কলতান।

উড়ছি আমি ঘুড়ির মতো

বিকেলবেলা ছাদে যত

ঘুড়ির কলরব

ছাদজুড়ে আজ

ঘুড়িরই উৎসব।

বৃষ্টি হবে

ব্যাঙ ডাকে ঘ্যাঙ

আকাশটা চ্যাং-

দোলা হয়ে দুলে

আছে হাওয়ায় ঝুলে।

চাঁদবুড়ি তার

আলোকরেখার

দুয়ার দিতে খুলে

গিয়েছে আজ ভুলে।

হাওয়ারা কই?

আজ রাতে ওই

মেঘেদের ইশকুলে,

উঠবে হাওয়া দুলে।

লেখক পরিচিতি: একটি পত্রিকার সম্পাদনা সহকারী হিসেবে কাজ করছেন। প্রকাশিত ছড়ার বই ‘টাপুর টুপুর টুপ’ (ফেব্রুয়ারি ২০১৬) ও ‘কিলিক কিলিক মেঘের ঝিলিক’ (সেপ্টেম্বর ২০১৮)।

এই ছড়াকারের আরো ছড়া

কিডস পাতায় বড়দের সঙ্গে শিশু-কিশোররাও লিখতে পারো। নিজের লেখা ছড়া-কবিতা, ছোটগল্প, ভ্রমণকাহিনী, মজার অভিজ্ঞতা, আঁকা ছবি,সম্প্রতি পড়া কোনো বই, বিজ্ঞান, চলচ্চিত্র, খেলাধুলা ও নিজ স্কুল-কলেজের সাংস্কৃতিক খবর যতো ইচ্ছে পাঠাও। ঠিকানা  kidz@bdnews24.com। সঙ্গে নিজের নাম-ঠিকানা ও ছবি দিতে ভুলো না!