সেলিনা শিরীন শিকদারের কবিতা: বৃহস্পতিবার

নবাবের ঘুটি উল্টে গিয়ে যেন এক মন্ত্রপুত মুদ্রা ঘুরে ঘুরে পাক খায় বাংলার সমৃদ্ধ মানচিত্রে।

সেলিনা শিরীন শিকদারসেলিনা শিরীন শিকদার
Published : 29 March 2024, 03:33 AM
Updated : 29 March 2024, 03:33 AM

বৃহস্পতিবার, তেইশ জুন, সাধারণ দিন যৎসামান্য

তবু যদি প্রশ্ন করি সময়ের শরীরে উদ্ভিন্ন

সেই দিনটি কেমন ছিল?

পঞ্জিকা হয়তো বলবে অন্য সব দিনের মত সামান্য।

তবে ইতিহাস বলে একদম অন্য কথা

যে কোনো দিনের চেয়ে একদম ভিন্ন ... গাঢ় ব্যাথা!

দক্ষিণে প্রবাহিত উজ্জ্বল সবুজ ভাগীরথী নদীর তীরে,

ভেসে এসেছিল মুর্শিদাবাদের নিত্য গাথা ছিন্ন পাতা।

মীর মদনের সৈন্যদের হাতে ক্লাইভের বাহিনী যখন

প্রায় পরাভূত--ঠিক তখন অপক্ক সিদ্ধান্তের জেরে

নবাবের ঘুটি উল্টে গিয়ে যেন এক মন্ত্রপুত মুদ্রা

ঘুরে ঘুরে পাক খায় বাংলার সমৃদ্ধ মানচিত্রে।

কারো অসৎ পরামর্শে কেউ পিছু হটে? তারা কারা?

বাঙলার সশস্ত্র বাহিনী জানে কার নাম ভয়?

সর্বজয়ী বাংলা পরাজিত না হয়েও ওই ষড়যন্ত্রে

অচেতনে কখনও কী মানে এই বিপরীত-জয়?

মার্চের ভয়াল নৃত্যরত সেই দিনটিও বৃহস্পতিবার

যদিও অন্য যে কোন দিনের প্রবাহ থেকে ভিন্ন

ইতিহাস বলে স্মরণের দিপিকায় অসামান্য

যে কোনো দিনের চেয়ে আলাদা--অনন্য উজ্জ্বল!

মারাঠা লুটেরা, ক্লাইভ, অথবা ইয়াহিয়া দেখো

বাংলা এক চিরন্তন শিখা--যতবার খেলা ষড়যন্ত্র

ততবার উল্টে দিয়ে দাবা স্বাধীন বাংলার বীর

সেনানীরা বারবার ছিনিয়ে আনে ভোর

স্বাধীনতার গৌরবদীপ্ত কমলা-লাল টিকা!