প্রবাস

মন্ট্রিয়ালে কবিতা ও গান সন্ধ্যা

Byবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রোববার মন্ট্রিয়ালের '৬৭৬৭ কাট দ্য নয়েজ' এর একটি মিলনায়তনে আফাজউদ্দিন তোতন আহমেদের আবৃত্তি ও মশিউদ্দিন অরূপের গানের অনুষ্ঠানের শিরোনাম ছিল ‘দু’জনে কবিতা ও গান’

বাংলাদেশের আড়িয়াল পাবলিকেশনের আয়োজনে হয়েছে এই সন্ধ্যা। সঞ্চালনায় ছিলেন শিরীন সুলতানা সাজি এবং ব্যবস্থাপনায় শামীম ওয়াহিদ।

আফাজউদ্দিন তোতন আহমেদের কবিতা আবৃত্তির মাঝে মাঝে গান গেয়েছেন মশিউদ্দিন অরূপ। অরূপ তার নিজের লেখা বেশ কয়েকটি গানের পাশাপাশি ‘ওরে নীল দরিয়া’র মতো সুপরিচিত গান গেয়ে শোনান। আর এই গানের সুরে সুর মিলিয়েছেন উপস্থিত অনেকেই, এই গান শ্রেতাদের যেন ফিরিয়ে নিয়ে গিয়েছিল আসা দিনগুলোতে, মনে করিয়ে দিয়েছিল ফেলে আসা মাতৃভূমি বাংলাদেশকেই।

অনুষ্ঠানটিতে উপস্থিত মন্ট্রিয়াল প্রবাসীরা গতানুগতিকতার বাইরে আয়োজিত অনূষ্ঠানের মধ্য দিয়ে উপভোগ করছেন ছুটির দিনের সন্ধ্যা।

মন্ট্রিয়াল প্রবাসী আহমেদ প্রায় দুই দশক ধরে বিভিন্ন অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করে আসছেন। আর কন্ঠশিল্পী অরূপ কনকোর্ডিয়া বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করছেন।

অনুষ্ঠানের শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মামুনুর রশীদ ও মনিরুজ্জামান খোকন, কাজী রমজান রতন ও শামীম ওয়াহিদ।

প্রবাস জীবনের অভিজ্ঞতা সরাসরি আমাদের জানান। নাম, ঠিকানা ও সংশ্লিষ্ট ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায়
SCROLL FOR NEXT