দীপন হত্যার প্রতিবাদ টরন্টোতে

দেশের ‘বিচারহীনতার’ সংস্কৃতির বিরুদ্ধে রাজনৈতিক আন্দোলন গড়ে তোলার কথা বললেন টরন্টোর প্রতিবাদী প্রবাসীরা।

কানাডা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Nov 2015, 01:56 PM
Updated : 9 Nov 2015, 04:59 PM

প্রকাশক ফয়সল আরেফিন দীপনকে কুপিয়ে হত্যা এবং আরেক প্রকাশক আহমেদুর রশীদ টুটুলসহ তিনজনের উপর নৃশংস হামলার প্রতিবাদে কানাডার টরন্টোতে এক সভা হয়েছে।

শনিবার শহরের ড্যানফোর্থে প্রগতিশীল গণতান্ত্রিক উদ্যোগ আয়োজিত এই প্রতিবাদ সভায় বক্তারা দাবি করেন, ‘আওয়ামী লীগের শাসনামলে আওয়ামী লীগের নেতা কর্মীই সবেচেয়ে বেশি খুন হয়েছে। কিন্তু অধিকাংশেরই কোনো বিচার হয়নি।’

‘বিচারহীনতার’ এই সংস্কৃতির বিরুদ্ধে রাজনৈতিক আন্দোলন গড়ে তোলার তাগিদ দেন তারা।

সভায় সাবেক ছাত্রনেতা নাসির উদ দুজা তার বক্তব্যে বলেন, ‘বাংলাদেশে ক্রমবর্ধমান রাজনৈতিক শূন্যতার কারণে দেশ ক্রমশ এক অন্ধাকার যুগে প্রবেশ করছে।’

তিনি সন্ত্রাস, মৌলবাদ, অগণতান্ত্রিক ও সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে বিকল্প ও ঐক্যবদ্ধ রাজনৈতিক শক্তির বিকাশে উদ্যোগী ভূমিকা পালনে সকল সচেতন প্রবাসীর প্রতি আহ্বান জানান।

সভায় বক্তারা প্রগতিকামী প্রকাশকদের উপর যুগপৎ হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে আক্রমণকারী ও খুনীদের অবিলম্বে গ্রেফতার ও বিচারের মাধ্যমে দৃষ্টান্তমুলক শাস্তি প্রদানসহ দেশে মুক্তবুদ্ধি চর্চার পরিবেশ বজায় রাখা ও লেখক-প্রকাশকসহ সব নাগরিকের বাকস্বাধীনতার নিরাপত্তা কঠোর হাতে নিশ্চিত করার জন্য সরকারের প্রতি দাবি জানান।

আয়োজক সংগঠনের যুগ্ম আহ্বায়ক বিদ্যূৎরঞ্জন দের সভাপতিত্বে ও খন্দকার টিটোর পরিচালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন প্রবীন সংগঠক ও মুক্তিযোদ্ধা আজিজুল মালিক, সাবেক বাকসু ভিপি ফায়েজুল করিম, সাংবাদিক শওগাত আলী সাগর, উদীচী কানাডা শাখার সাধারণ সম্পাদক সৌমেন সাহা ও অন্যতম সভাপতি হাবিবুর রহমান, কৃষিবিদ সমিতির সাধারণ সম্পাদক আবুল বাশার, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের প্রাক্তন সভাপতি মনজুরে খোদা টরিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফারাহানা আজিম শিউলী, ইন্টারন্যাশনাল ক্রাইম স্ট্র্যাটেজিক ফোরামের আরমান রশীদ, সংগঠক দুলাল পাল, মুক্তিযোদ্ধা গৌরাঙ্গ দেব, পারভীন রোকেয়া প্রমুখ।

প্রবাস জীবনের অভিজ্ঞতা এখন থেকে সরাসরি আমাদেরকে জানাতে পারেন। পুরো নাম, ঠিকানা ও ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায় probash@bdnews24.com