ক্রিকেট

সাকিব না থাকায় খুশি দু প্লেসি

Byস্পোর্টস ডেস্ক

বিশ্রামে থাকায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের দলে নেই সাকিব। ক্লান্তি ও অবসাদ কাটিয়ে চনমনে হয়ে উঠতে বিসিবির কাছে ৬ মাসের টেস্ট বিরতি চেয়েছিলেন সাকিব। বোর্ড আপাতত ছুটি দিয়েছে শুধু দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজে।

সাকিব থাকা মানেই প্রতিপক্ষের বাড়তি দুর্ভাবনা। ব্যাটিং ও বোলিংয়ে আলাদা করে তাকে নিয়ে পরিকল্পনা করা। সাকিব না থাকা মানে সেই ঝামেলা নেই।

পচেফস্ট্রুম টেস্টের আগের দিন সংবাদ সম্মেলনে দক্ষিণ আফ্রিকার অধিনায়কের কণ্ঠে ফুটে উঠল সেই স্বস্তি।

“ওদের জন্য এটা (সাকিবের না থাকা) বড় ক্ষতি। সাকিব দুর্দান্ত ক্রিকেটার। বেশ কিছু দিন ধরেই সে বিশ্বের শীর্ষ অলরাউন্ডার। ও এমন একজন, যে কিনা বিভিন্ন কন্ডিশনে পারফর্ম করে। ওকে না পাওয়া অবশ্যই ওদের জন্য বড় ক্ষতি। আমি খুব খুশি যে সাকিব খেলছে না।”

বিশ্রামে যাওয়ার আগে এবছর ব্যাটে-বলে দারুণ ফর্মে ছিলেন সাকিব। ৭ টেস্টে রান করেছেন ৬৬৭, উইকেট নিয়েছেন ২৭টি।

SCROLL FOR NEXT