পেস আর বাউন্সে বাংলাদেশকে কাঁপাতে চান দু প্লেসি
ক্রীড়া প্রতিবেদক, পচেফস্ট্রুম থেকে, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Sep 2017 09:25 PM BdST Updated: 27 Sep 2017 10:15 PM BdST
-
ফাইল ছবি
একাদশ নিয়ে নীরব ফাফ দু প্লেসি। বললেন শেষ সময় পর্যন্ত অপেক্ষার কথা। কিন্তু বাংলাদেশকে হারাতে তার পরিকল্পনা কী সেটা বলে দিলেন গড়গড় করে। পেস আর বাউন্স দিয়ে জিততে চান দক্ষিণ আফ্রিকার অধিনায়ক।
উপমহাদেশের দলগুলোর জন্য কঠিনতম জায়গা দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশ চার টেস্ট খেলে প্রতিটিতেই হেরেছে ইনিংস ব্যবধানে।
পচেফস্ট্রুমের সেনওয়েস পার্কে বৃহস্পতিবার শুরু হবে প্রথম টেস্ট। তার আগের দিন সংবাদ সম্মেলনে দু প্লেসি জানান, ঘরের মাঠে খেলার সুবিধা নিতে উন্মুখ হয়ে আছেন তিনি।
“আমরা এমন একটা উইকেট চেয়েছি, যেখানে গতি আর বাউন্স থাকবে। আশা করি, তেমন উইকেটই পাব। আর যদি ফ্ল্যাট উইকেট পাই তাহলে হয়তো একজন বাড়তি বোলার নিয়ে খেলতে পারি।”
উপমহাদেশে গেলে স্পিনিং উইকেটে খেলার পরীক্ষায় পড়তে হয় বাইরের দলগুলোকে। বাংলাদেশকে পেয়ে নিজেদের মতো করে সেটা ফিরিয়ে দিতে চান দু প্লেসি।
“আপনাকে নিশ্চিত করতে হবে, আপনি এমন কন্ডিশনে প্রতিপক্ষের পরীক্ষা নেবেন যেখানে তারা অভ্যস্থ নয়। আমরা উপমহাদেশে গেলে স্পিনিং উইকেট পাই। আমাদের তা সামলাতে হয়। আপনি যখন উপমহাদেশের কোনো দলের বিপক্ষে (দেশে) খেলবেন, আপনাকে নিশ্চিত করতে হবে, আপনি ওদের স্বাচ্ছন্দ্যের জায়গার বাইরে নিয়ে আসবেন।”
সেই স্বাচ্ছন্দ্যের জায়গা থেকে বের করে আনতে উইকেট ঘাস থাকতে পারে, সুইং থাকতে পারে। পেস আর বাউন্সও থাকতে পারে। সম্ভব হলে চারটি এক সঙ্গে চান দক্ষিণ আফ্রিকার অধিনায়ক।
“আমাদের নিশ্চিত করতে হবে যে, আমরা হোম কন্ডিশনের সুবিধা কাজে লাগাতে পারব। আশা করি, প্রথম টেস্টে আমরা তা দেখতে পারব।”
-
টেস্টে উন্নতির পথ খুঁজছে বিসিবি, বাড়তে পারে ম্যাচ ফি
-
জিম্বাবুয়ে সফরে যাচ্ছেন না সাকিব
-
কোহলির রোগের দাওয়াই দিলেন বয়কট
-
‘ওপেন করলে গিলক্রিস্টের মতোই ভয়ঙ্কর হতে পারে পান্ত’
-
শ্রীলঙ্কার আরও তিন ক্রিকেটার কোভিড পজিটিভ
-
গায়ানার উইকেটে স্পিনে সুবিধা দেখছেন মাহমুদউল্লাহ
-
বাংলাদেশের বোলিংয়ে অধিনায়কের অগাধ আস্থা
-
প্রায় তিন বছর পর বাংলাদেশ ‘এ’ দলের সিরিজ
সর্বাধিক পঠিত
- শ্রীলঙ্কা ‘দেউলিয়া’ হয়ে গেছে: রনিল বিক্রমাসিংহে
- হোমিও থেকে হেনোলাক্সের ব্যবসাতেই কোটিপতি নুরুল আমিন
- শাস্তি পেল বাংলাদেশ দল
- বিদ্যুৎকেন্দ্র চালু রাখাটাই কষ্টকর হয়ে গেছে: প্রধানমন্ত্রী
- অনেক রদবদলের ওয়ানডে দলে অধিনায়ক ধাওয়ান
- দেম্বেলে আর আমাদের খেলোয়াড় নয়: লাপোর্তা
- ইতিহাস গড়ে বিশ্বকাপে ইন্দোনেশিয়া
- ‘নেইমারকে দলে চাইবে না কোন কোচ?’
- নিষেধাজ্ঞা দিয়ে বিশ্বকে শাস্তি, এটাতো মানবাধিকার লঙ্ঘন: প্রধানমন্ত্রী
- প্রায় তিন বছর পর বাংলাদেশ ‘এ’ দলের সিরিজ