সাকিবের অভাব বুঝতে পারছেন কোচ

মাঠের খেলা শুরুই হয়নি। তার আগেই সাকিব আল হাসানের অভাবটা অনুভব করতে পারছেন চন্দিকা হাথুরুসিংহে। দল সাজানোয় একজনকে দিয়ে ব্যাটিং-বোলিং দুটিই পাওয়া যে আর হচ্ছে না।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Sept 2017, 04:09 PM
Updated : 27 Sept 2017, 04:16 PM

পচেফস্ট্রুম টেস্ট শুরুর আগের দিন বুধবার সংবাদ সম্মেলনে ফাফ দু প্লেসি বলে গেছেন, প্রতিপক্ষে সাকিব না থাকায় খুব খুশি তার দল। দক্ষিণ আফ্রিকা অধিনায়কের খুশিই বাংলাদেশ দলের দুর্ভাবনা। সাকিব না থাকার আঁচটা হাথুরুসিংহে টের পেয়েছেন একাদশ গড়তে গিয়ে।

তবে বাংলাদেশ কোচের বিশ্বাস, সাকিবকে ছাড়াই লড়াই করবে দল।

“সাকিবকে ছাড়া এই সিরিজ খেলতে হবে আমাদের। ওর মত একজনের বিকল্প বের করা যে কোনো দলের জন্য বড় চ্যালেঞ্জ। বিশেষ করে এরকম একজন অলরাউন্ডারকে হারালে ট্যাকটিক্যালি ভাবার অনেক কিছু থাকে।”

“এই জায়গাটায় আমাদের একটু সীমাবদ্ধতা থেকে যাচ্ছে। তবে তার পরও আমার ধারণা, আমরা নিজেদের ভালো ভাবে প্রমাণ করতে পারব।”

দক্ষিণ আফ্রিকায় চারটি টেস্ট খেলে সবকটিতেই ইনিংস ব্যবধানে হেরেছে বাংলাদেশ। এবার সেই রেকর্ড উন্নত করার চ্যালেঞ্জ দলের সেরা ক্রিকেটারকে ছাড়াই।