সৌম্যর জন্য শেষ সময় পর্যন্ত অপেক্ষা

চোটের জন্য উদ্বোধনী জুটিকে পাওয়া নিয়ে শঙ্কায় ছিলেন মুশফিকুর রহিম। তার দুর্ভাবনা দূর করে খেলতে প্রস্তুত তামিম ইকবাল। সেরে উঠছেন অন্য উদ্বোধনী ব্যাটসম্যান সৌম্য সরকারও, যার জন্য শেষ সময় পর্যন্ত অপেক্ষা করবে বাংলাদেশ।

ক্রীড়া প্রতিবেদক পচেফস্ট্রুম থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Sept 2017, 03:58 PM
Updated : 27 Sept 2017, 04:15 PM

সোমবার দলের সঙ্গে অনুশীলন করেননি সৌম্য। মঙ্গলবার শুধু ব্যাটিং করেছেন। কাঁধে চোট পাওয়া বাঁহাতি ব্যাটসম্যানকে বুধবার দলের সঙ্গে ফুটবল খেলতেও দেখা গেছে।

বৃহস্পতিবার পচেফস্ট্রুমের সেনওয়েস পার্কে প্রথম টেস্টে দুই বাঁহাতি ব্যাটসম্যানকে পাওয়ার ব্যাপারে আশাবাদী অধিনায়ক।  

“শেষ ১০ দিন আমরা খুব ভালো প্রস্তুতি নিয়েছি। সবাই ফিট আছে। সৌম্যর একটু সমস্যা। আশা করি, সেও খেলার আগে পুরোপুরি ঠিক হয়ে যাবে।”

কিপিং করবেন কি না নিশ্চিত করেননি মুশফিক। কম্বিনেশনের ওপর ছেড়ে দিলেন বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবে খেলার ব্যাপারটি।

“এটা তো জানেনই দলের কম্বিনেশনের ওপর নির্ভর করে। আর সৌম্য যদি ফিট থাকে তাহলে ভিন্ন একটা কম্বিনেশন আপনারা দেখতেও পারেন। যেমন কন্ডিশন, যেমন উইকেট তাতে তিনজন পেসার তো খেলতেই পারে।”

পায়ের পেশির চোটে তিন দিনের প্রস্তুতি ম্যাচের প্রায় পুরোটাতেই দর্শক হয়ে ছিলেন দলের অন্যতম সেরা ব্যাটসম্যান তামিম। তার সেরে উঠায় হাসি ফুটেছে মুশফিকের মুখে। 

“এখন পর্যন্ত তামিম খুব ভালো অবস্থায় আছে। আজ বিকালে যদি খারাপ কিছু না হয় তাহলে ও কাল মাঠে নামবে। আশা করি, ও খেলার জন্য সম্পূর্ণ প্রস্তুত থাকবে। এটা আমাদের জন্য বড় খবর।”