ইজিয়ান সাগরে অভিবাসীবাহী নৌকাডুবে নিখোঁজ ১৫ 

ইজিয়ান সাগরের গ্রিস ও তুরস্কের মাঝামাঝি এলাকায় অভিবাসীবাহী একটি নৌকাডুবে একজনের মৃত্যু হয়েছে ও অন্তত ১৫ জন নিখোঁজ রয়েছেন। 

>>রয়টার্স
Published : 8 July 2015, 05:59 AM
Updated : 8 July 2015, 05:59 AM

মঙ্গলবার এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে গ্রিসের কর্তৃপক্ষ। 
 
গ্রিসের জাহাজ চলাচল ও সমুদ্র বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, নৌকাটিতে ৩৭ থেকে ৪০ জন আরোহী ছিল, এদের মধ্যে ২১ জনকে গ্রিস ও তুরস্কের উদ্ধারকারীরা বাঁচাতে পেরেছেন। মৃত একজনের লাশ উদ্ধার করা হয়েছে। 
 
গ্রিসের ফারমাকোনিসি ও আগাথোনিসি দ্বীপের মাঝামাঝি এলাকার সাগরে নৌকাটি ডুবে যায়। নৌকার আরোহীদের জাতীয়তা সম্পর্কে নিশ্চিত কিছু জানা যায়নি। 
 
মন্ত্রণালয়টির এক কর্মকর্তা বলেন, “সারারাত ধরে উদ্ধার অভিযান অব্যাহত রাখা হবে।”
 
চলতি বছরের প্রথম ছয়মাসে সাগরবাহিত হয়ে এক লাখ ৩৫ হাজারেরও বেশি শরণার্থী ও অভিবাসী ইউরোপে প্রবেশ করেছেন। এদের অনেকেই নিজ দেশে যুদ্ধ চলায় বা নির্যাতন ও দারিদ্রের মুখোমুখি হয়ে দেশ ছেড়েছেন। ইউরোপে আসা অধিকাংশ মানুষই গৃহযুদ্ধ কবলিত সিরিয়ার নাগরিক। 
 
বিপুল এই শরণার্থী ও অভিবাসীর স্রোত গ্রিস হয়েই ইউরোপে প্রবেশ করে। এতে আধুনিক কালের সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকটের মুখে পড়া দেশটির উপর অতিরিক্ত চাপ সৃষ্টি হচ্ছে।