প্রথমবারের মতো দুই নারীর শিরশ্ছেদ আইএসের

কট্টরপন্থী জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) প্রথমবারের মতো সিরিয়ায় দুই বেসামরিক নারীর শিরশ্ছেদ করেছে।

>>রয়টার্স
Published : 30 June 2015, 09:22 AM
Updated : 30 June 2015, 09:24 AM

মঙ্গলবার সিরিয়ার গৃহযুদ্ধ পর্যবেক্ষণকারী যুক্তরাজ্য ভিত্তিক সংস্থা ‘সিরিয়ান অভজারভেটরি ফর হিউম্যান রাইটস’ এর প্রতিষ্ঠাতা রামি আব্দুল রহমান এ খবর জানিয়েছেন।

চলতি সপ্তাহে সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় দির আল জোর প্রদেশে এসব শিরশ্ছেদ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। 

দিল আল জোর শহরে শিরশ্ছেদ করা নারীর সঙ্গে তার স্বামীরও শিরশ্ছেদ করা হয়েছে। অপরদিকে আল মায়াদিন শহরেও একই সঙ্গে স্বামী-স্ত্রীর শিরশ্ছেদ করা হয়েছে।

উভয় দম্পতিকেই জাদুটোনা করার দায়ে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে বলে জানিয়েছেন রহমান। 

এ পর্যন্ত বিদেশি শত্রুসেনা, ত্রাণকর্মী ও সাংবাদিকসহ স্থানীয় অনেক পুরুষের শিরশ্ছেদ করেছে আইএস। তাদের প্রবর্তিত কঠোর শরিয়া আইন লঙ্ঘনের দায়ে স্থানীয় অনেক মানুষের শিরশ্ছেদ করেছে গোষ্ঠীটি।