আইএসের নারী সদস্য সংগ্রহকারী চক্রের সন্ধান জার্মানিতে

ইসলামি জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) পক্ষে নারী সদস্য সংগ্রহকারী প্রায় এক ডজন নারীর একটি চক্রের সন্ধান পেয়েছে জার্মানির পুলিশ।

>>আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 June 2015, 08:15 AM
Updated : 26 June 2015, 08:30 AM

দেশটির গণমাধ্যমে শুক্রবার এই খবর প্রকাশ পেয়েছে।

প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, যে নারী সদস্য সংগ্রহে চক্রটি যে পদ্ধতিতে কাজ করছিল তা ছিল ধারণারও বাইরে।

ইতোমধ্যে ইরাকে ও সিরিয়ায় অবস্থানকারীদের সঙ্গে জার্মানিতে অবস্থানকারী ওই চক্রের নারীদের সম্ভাব্য সহযোগিতার সম্পর্ক রয়েছে।

নিরাপত্তা বাহিনীর কাছে ‘নারীচক্রের’ ব্যাপারে গোপন তথ্যাবলী রয়েছে।

তবে এই চক্রের পরিধি আরো বড়ও হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

জার্মানির সংবিধার সুরক্ষা বিষয়ক কেন্দ্রীয় কার্যালয় (বিএফভি) সতর্ক করে জানিয়েছে, ইসলামপন্থি ৭০০ জন ইসলামিক স্টেটের আহ্বানে সাড়া দিয়ে লড়াইয়ের ময়দানে যাওয়ার উদ্দেশে জার্মানি ত্যাগ করেছে। এদের মধ্যে ১০০ জন নারীও রয়েছেন।

বিএফভি জার্মানির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে গোপন কর্মকাণ্ড পরিচালনা করে থাকে।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৫ সালের এপ্রিলে আইএসে যোগ দিতে ৬৮০ জন ব্যক্তি জার্মানি ত্যাগ করেছে। ২০১৪ সালের শেষ দিকে এই সংখ্যা ছিল ৫৫০।