ইরানে সরকারি উদ্যোগে ডেটিং ওয়েবসাইট

ইরানের বিশাল তরুণ সম্প্রদায়ের মধ্যে  বিয়ে বিচ্ছেদের উচ্চহার মোকাবিলায় দেশটিতে সরকারি উদ্যোগে একটি ডেটিং ওয়েবসাইট চালু হয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 May 2015, 10:02 AM
Updated : 28 May 2015, 10:06 AM

বিবিসি বলছে, এই ওয়েবসাইটের মাধ্যমে এক লাখ বিয়ের ব্যবস্থা করে তরুণদের বিবাহ সমস্যার ‘সমাধান’ করার আশা করছে কর্তৃপক্ষ। 

ইরানের ২২ শতাংশ দম্পতির বৈবাহিক সম্পর্ক বিচ্ছেদের মধ্যে দিয়ে শেষ হয়। রাজধানী তেহরানে এই হার আরো বেশি। 

বিচ্ছেদের এই প্রবণতা ৩০ বছরের নিচের দম্পতিদের মধ্যেই সবচেয়ে বেশি, আর দেশটির জনসংখ্যার বেশিরভাগই এ বয়সী। এই পরিসংখ্যান দেশটির কর্তৃপক্ষকে উদ্বিগ্ন করে তুলেছে। 

চলতি বছরের প্রথম দিকে এই পরিকল্পনা ঘোষণা করে দেশটির ক্রীড়া ও যুব বিষয়ক উপমন্ত্রী মাহমুদ গোলরাজি বলেছিলেন, তিনি আশা করছেন নতুন এই সাইটটি মাধ্যমে ‘এক লাখ বিয়ের’ ব্যবস্থা করার মাধ্যমে ‘তরুণদের বিয়ে সমস্যার সমাধান হবে’।
উচ্চাশা হলেও এই দাবির মাধ্যমে সমস্যাটি সমাধানে ইরানি সরকারের দৃঢ় মনোভাবের প্রতিফলন ঘটেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। 
ইরানের সর্বোচ্চ নেতার তত্ত্বাবধানে পরিচালিত ইসলামিক ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ‘হামসান.তেবিয়ান.নেট’ (Hamsan.tebyan.net) নামের নতুন এই সাইটটি পরিচালনা করছে। অর্গানাইজেশনে ইসলামি জীবনধারা বিষয়ক প্রচারণা চালায়।
হামসান.তেবিয়ান.নেট সাইটটি পরিচালনার সঙ্গে প্রায় ১০০ জনের একটি দল জড়িত। বর্তমানে শুধু তেহরানে এর কার্যক্রম সীমাবদ্ধ রাখা হয়েছে। পরে ইরানের অন্যান্য শহরগুলোতেও এর কাযক্রম বিস্তৃত করার পরিকল্পনা আছে।