সিরিয়া-ইরাক বর্ডার-ক্রসিং আইএস’র দখলে

সিরিয়া সরকারের নিয়ন্ত্রিত সিরিয়া এবং ইরাকের মধ্যকার গুরুত্বপূর্ণ একটি সীমান্ত পারাপার এলাকা দখল করেছে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিরা।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 May 2015, 03:16 PM
Updated : 22 May 2015, 03:16 PM

‘দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ জানায়, আইএস এর অগ্রযাত্রার মুখে ইরাক সীমান্তের আল-ওয়ালিদ নামে পরিচিত আল-তানফ থেকে পিছু হটেছে সরকারি বাহিনী।

বৃহস্পতিবার আইএস সিরিয়ার ঐতিহাসিক নিদর্শনের শহর পালমিরা দখলের পর আল তানফ তাদের দখলে এল। এ গোষ্ঠীর জঙ্গিদের সঙ্গে লড়াই করা খুবই ‘কঠিন চ্যালেঞ্জ’ বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র।

সিরিয়ার ৯৫ হাজার স্কয়ার কিলোমিটারের বেশি এলাকা এখন আইএস এর দখলে। এটি সিরিয়ার মোট এলাকার ৫০ শতাংশ। দির আল জোর প্রদেশসহ রাক্কা, হাশাকেহ, আলেপ্পো, হোমস এবং হামায় আইএস জঙ্গিদের আধিপত্য রয়েছে।