নিউ ইয়র্কে পুলিশ কর্মকর্তাকে গুলি

নিউ ইয়র্কে দায়িত্বরত সাদা পোশাকের একজন পুলিশ কর্মকর্তাকে গুলি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 May 2015, 01:03 PM
Updated : 3 May 2015, 01:03 PM

পুলিশ জানায়, শনিবার নিউ ইয়র্কের কুইন্স এলাকায় সাদা পোশাকে থাকা ২৫ বছর বয়সী ব্রিয়ান মোরে তার গাড়ি থেকে সন্দেহভাজন এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করার চেষ্টা করলে ওই ব্যক্তি মোরেকে লক্ষ্য করে গুলি ছোড়ে।

গুরুতর আহত মোরেকে নিউ ইয়র্কের জ্যামাইকা হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গুলিবিদ্ধ হওয়ার চার ঘণ্টা পর তার অস্ত্রোপচার হয়েছে।

ঘটনার প্রায় এক ঘণ্টা পর সন্দেহভাজন ওই ব্যক্তিকে আটক করা হয়। তার নাম দিমিত্রিয়াস ব্ল্যাকওয়েল।

নিউ ইয়র্ক পুলিশ কমিশনার বিল ব্রাটন বলেন, মোরে ও তার সহকর্মী এরিক জনসন একটি সাধারণ গাড়িতে ছিলেন। পথে তারা দেখতে পান এক ব্যক্তি তার বেল্টের সঙ্গে কিছু একটা আটকাতে চেষ্টা করছে।

পুলিশদ্বয়ের সন্দেহ হয় ওই ব্যক্তির কাছে বন্দুক আছে। তারা তাকে থামতে বলেন।

“ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে তার কোমর থেকে আগ্নেয়াস্ত্র বের করেন এবং পুলিশ কর্মকর্তাদের দিকে ঘুরে দাঁড়ান। এরপর সে পরপর কয়েকবার পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি চালায়। একটি গুলি মোরের মাথায় আঘাত হানে।”

নিউ ইয়র্কের মেয়র বিল দে ব্লাসিও সাংবাদিকদের বলেন, “এ থেকেই বোঝা যায়, আমাদের পুলিশ কর্মকর্তাদের প্রতিদিন কত ধরণের বিপদের মুখমুখি হতে হয়।”

স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, ব্ল্যাকওয়েল হত্যা চেষ্টার দায়ে সাত বছর জেলে ছিলেন এবং সম্প্রতি প্যারোলে মুক্তি পেয়েছেন।

গত পাঁচ মাসে নিউ ইয়র্কে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ার এটি পঞ্চম ঘটনা।