নেপালে ভূমিকম্পের আঁচ তিব্বতে, নিহত ১৭

প্রতিবেশি নেপালে শক্তিশালী ভূমিকম্পের আঁচ লেগেছে তিব্বতেও। অঞ্চলটিতে অন্ততপক্ষে ১৭ জন নিহত ও ৫৩ জন আহত হয়েছেন।

>>আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 April 2015, 09:27 AM
Updated : 26 April 2015, 09:27 AM

শনিবার নেপালে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। শেষ খবর পাওয়া পর্যন্ত এতে ১৯শ’রও বেশি মানুষের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অনেকে।

বিধ্বস্ত ঘর-বাড়ির নিচে এখনো আটকে রয়েছেন অগণিত মানুষ।

এই ভূমিকম্পে নেপালের প্রতিবেশি তিব্বতসহ ভারত, বাংলাদেশ ও পাকিস্তানেও হতাহতের ঘটনা ঘটেছে।

ত্রাণ ও দুর্যোগ কর্মকর্তাদের দেয়া তথ্যানুযায়ী এই ভূমিকম্পে নেপালের ১১৯১টি ভবন ধসে পড়েছে, রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং টেলিযোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে।  

ইতোমধ্যে বিশ্বের বিভিন্ন দেশ এই দুর্যোগ মোকাবিলায় নেপালের পাশে থাকার ঘোষণা দিয়েছে।