ভূমধ্যসাগরে মৃত্যু এবছর '৩০ হাজারে দাঁড়াতে পারে'

এবছর ভূমধ্যসাগরে নৌদুর্ঘটনায় যে হারে অভিবাসীর মৃত্যু হচ্ছে এ ধারা অব্যাহত থাকলে বছরশেষে নিহতের সংখ্যা ৩০ হাজারে দাঁড়াবে বলে আশঙ্কা প্রকাশ করেছে ‘ইন্টারন্যাশনাল অরগানাইজেশন ফর মাইগ্রেশন’ (আইওএম)।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 April 2015, 05:03 PM
Updated : 21 April 2015, 05:03 PM

২০১৪ সালের প্রথম চার মাসে ভূমধ্যসাগরে যত অভিবাসীর মৃত্যু হয়েছিল এবছর একইসময়ে সে সংখ্যা প্রায় ৩০ গুণ বেশি।

রোববার ভূমধ্যসাগরে লিবিয়ার জলসীমায় প্রায় নয় শতাধিক যাত্রী নিয়ে নৌকাটি ডুবে গেছে। জাতিসংঘের আশঙ্কা, এ ঘটনায় নিহতের সংখ্যা ৮০০ ছাড়িয়ে যাবে এবং এটি স্মরণকালের সবচেয়ে ভয়াবহ নৌকাডুবির ঘটনা হয়ে দাঁড়াবে।

নৌযানটির ক্যাপ্টেন তিউনিসিয়ার নাগরিক মোহাম্মেদ আলি মালেক (২৭) প্রাণে বেঁচে গেছেন এবং তার বিরুদ্ধে অবহেলা করে একাধিক মানুষ হত্যার অভিযোগ আনা হয়েছে। 

জেনেভা থেকে আইওএম’র মুখপাত্র জেল মিলম্যান সাংবাদিকদের বলেন, “একই সময়ে গত বছরের তুলনায় এ বছর নিহতের সংখ্যা এখনই ৩০ গুণের বেশি... যেখানে রোববারের ঘটনায় এখন পর্যন্ত মাত্র ৫৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।”

“২০১৪ সালে ভূমধ্যসাগরে ৩,২১৭ জন অভিবাসীর মৃত্যু হয়। আইওএম’র আশঙ্কা, এবছর আর মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই নিহতের সংখ্যা গত বছরকে ছাড়িয়ে যাবে। এ ধারা অব্যাহত থাকলে বছর শেষে নিহতের সংখ্যা ৩০ হাজার হবে। এমনকি এটি আরো বেশিও হতে পারে।”

এবছর এখন পর্যন্ত ১,৭০০ জনের বেশি অভিবাসীর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।