পাপুয়া নিউ গিনিতে ৭.৫ মাত্রার ভূমিকম্প

ওশেনিয়া অঞ্চলের দেশ পাপুয়া নিউ গিনিতে শক্তিশালী ভূকম্পন অনুভূত হয়েছে,  রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৭ দশমিক ৫।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 March 2015, 04:29 AM
Updated : 30 March 2015, 06:11 AM

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ দপ্তরের তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় সোমবার ভোর ৫টা ৪৮ মিনিটে এই ভূমিকম্প হয়। এর উৎপত্তিস্থল ছিল পাপুয়া নিউ গিনির কোকোপো থেকে ৫৫ কিলোমিটার দূরে, ভূপৃষ্ঠের ৪০ কিলোমিটার গভীরে।

তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়।

ভূমিকম্পের তথ্য বিশ্লেষণ করে প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার বলছে, ভূমিকম্প উপকেন্দ্রের এক হাজার কিলোমিটারের মধ্যে পাপুয়া নিউ গিনি ও সলোমন দ্বীপপুঞ্জে সুনামির আশঙ্কা রয়েছে।  

তবে প্রশান্তমহাসাগরীয় এলাকাজুড়ে বিধ্বংসী সুনামির আশঙ্কা নেই বলে পূর্বাভাসে বলা হয়েছে।