তিউনিস হামলা: ছয় পুলিশ প্রধান বরখাস্ত

তিউনিসিয়ার রাজধানী তিউনিসের বারদো জাদুঘরে গত সপ্তাহে অস্ত্রধারীদের হামলার পর ছয় পুলিশ প্রধানকে বরখাস্ত করেছেন দেশটির প্রধানমন্ত্রী হাবীব এসাইদ।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 March 2015, 05:57 PM
Updated : 23 March 2015, 05:57 PM

জাদুঘর পরিদর্শনকালে সেখানে নিরাপত্তায় বেশকিছু ঘাটতি লক্ষ্য করেছেন বলে জানিয়েছে তার কার্যালয়।
 
জাদুঘরে ওই প্রাণঘাতী হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট। দুই বন্দুকধারীকে হত্যা করে নিরাপত্তা বাহিনী।বাকী একজন রয়েছে ধরা ছোঁয়ার বাইরে।
 
বরখাস্ত হওয়া পুলিশ কর্মকর্তাদের মধ্যে রয়েছেন তিউনিসের পুলিশ প্রধানরা। এসাইদের মুখপাত্র একথা বলেছেন।
 
ফরাসি গণমাধ্যমে এসাবসাই এক সাক্ষাৎকারে বলেছেন, হামলার শিকার হওয়াদের একটি স্মৃতিস্মারক তৈরি করা হবে।