ইউক্রেইনে খনি বিস্ফোরণে ৩০ জনের মৃত্যু

বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা পূর্ব ইউক্রেইনের একটি কয়লাখনিতে মিথেন গ্যাস বিস্ফোরণে অন্ততপক্ষে ৩০ জন নিহত হয়েছেন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 March 2015, 08:51 AM
Updated : 4 March 2015, 08:51 AM

বিবিসি বলছে, দোনেৎস্কের জাসিয়াদোকো কয়লাখনির এই বিস্ফোরণে আহত হয়েছেন ১৪ জন।

কর্মকর্তারা বলছেন, দুর্ঘটনাকবলিত খনিটিতে এখনো উদ্ধারকারীরা এসে পৌঁছুতে পারেননি।

পুরো শীতকালজুড়েই দোনেৎস্কে বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে তুমুল লড়াই চলেছে।

তবে সাম্প্রতিক সময়ে ওই অঞ্চলে কোনো লড়াই হয়নি বলে খনি ইউনিয়নের একজন কর্মকর্তা ইউক্রেইনের টেলিভিশন চ্যানেলকে বলেছেন।

স্থানীয় খনি নিরাপত্তা সেবা বিভাগের প্রধান ভ্লাদিমির সিম্বালেনকো বলেছেন, “প্রাথমিক তথ্যে জানা গেছে, ৩০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।”

ফাইল ছবি

তিনি আরো বলেন, “উদ্ধারকর্মীরা এখনো বিস্ফোরণস্থলে পৌঁছুতে পারেননি। তারা বিষাক্তগ্যাস অপসারণের কাজ করছেন। এরপর খনির অভ্যন্তরে নামা হবে।”

২০১৪ সালের এপ্রিলে লড়াই শুরু হওয়ার পর দেশটির অর্থনীতি খাদের কিনারে গিয়ে দাঁড়িয়েছে। এরমাঝেও অনেক কয়লাখনিতে উৎপাদন অব্যাহত ছিল।

লড়াইয়ের আগেও দেশটির খনি নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত নাজুক অবস্থায় ছিল।

২০০৭ সালের নভেম্বরে একই অঞ্চলে এক খনি দুর্ঘটনায় ১০১ জনের মৃত্যু হয়।