ছয়টি গুরুত্বপূর্ণ বিমানবন্দর আধুনিক করেছে মিয়ানমার

নিরাপত্তা ও অন্যান্য সেবা বিবেচনায় দেশের ছয়টি গুরুত্বপূর্ণ বিমানবন্দরের আধুনিকায়নের কাজ শেষ করেছে মিয়ানমার। 

>>আইএএনএসবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 March 2015, 08:23 AM
Updated : 2 March 2015, 08:47 AM

সোমবার দেশটির পরিবহণ মন্ত্রণালয় প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 
 
ওই মন্ত্রণালয়ের দেয়া তথ্যে জানা গেছে, জাপান আন্তর্জাতিক সহযোগীতা সংস্থা (জাইকা) এই ছয়টি বিমানবন্দর আধুনিক করার জন্য এক দশমিক ২৩ বিলিয়ন ইয়েনের (১২ দশমিক ৩৩ মিলিয়ন) প্রয়োজনীয় যন্ত্রপাতি ও যানবাহন অনুদান হিসেবে দিয়েছে। 
 
বিমানবন্দরগুলো হল, ইয়াঙ্গুন, মান্দালয়, নিয়াউঙ ইউ, হেহো, থান্ডউয়ি এবং দাওয়ি। 
 
মিয়ানমার ও জাপানের দ্বিপাক্ষিক ত্রাণ কর্মসূচীর আওতায় জাপান এই অনুদান দিয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। 
 
এই ছয়টি বিমানবন্দর প্রতি বছর প্রায় ৩০ লাখ যাত্রী ব্যবহার করে বলে প্রতিবেদনে জানানো হয়েছে। প্রতি বছর মিয়ানমারের সবগুলো বিমানবন্দর দিয়ে প্রায় ৪৪ লাখ যাত্রী উঠা-নাম করে বলে এক হিসাবে জানানো হয়েছে।