অস্ত্র প্রত্যাহার করছে ইউক্রেইন

পূর্ব ইউক্রেইনে যুদ্ধবিরতি চুক্তির আওতায় রণক্ষেত্রের সম্মুখসারি থেকে ভারী অস্ত্র সরানো শুরুর ঘোষণা দিয়েছে ইউক্রেইনের সেনাবাহিনী।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Feb 2015, 01:01 PM
Updated : 26 Feb 2015, 01:49 PM

বৃহস্পতিবার এক বিবৃতিতে সেনাবাহিনী বলেছে, “আজ ইউক্রেইন রণক্ষেত্র থেকে ১শ’ মিলিমিটার অস্ত্র প্রত্যাহার শুরু করেছে।” ইউরোপীয় নিরাপত্তা ও সহযোগিতা সংগঠনের ‘ওএসসিই’ পর্যবেক্ষকদের তদারকাধীনে এ প্রক্রিয়া শেষ করা হবে বলে জানায় তারা।

এর আগে রুশপন্থি বিদ্রোহীরা ভারী অস্ত্র প্রত্যাহার শুরু করার কথা জানিয়েছিল। তবে পর্যবেক্ষকরা এ প্রক্রিয়া যাচাই করে দেখেননি। তাছাড়া, লড়াই থিতিয়ে না আসায় ইউক্রেইনের সেনাবাহিনীও আগেভাগেই অস্ত্র প্রত্যাহার করতে রাজি ছিল না।

পূর্ব ইউক্রেইনে ১৫ ফেব্রুয়ারি থেকে যুদ্ধবিরতি কার্যকর হলেও বিদ্রোহীরা এর কয়েকদিন পরই দিবালিৎসিভ শহর দখল করে।

তবে গত দুদিনে লড়াই এবং হতাহতের তেমন কোনো খবর না আসায় পরিস্থিতি কিছুটা শান্ত হয়ে আসারই আভাস দেয় সেনাবাহিনী।

এরপরই ১২ ফেব্রুয়ারিতে বেলারুশের মিন্সকে সই হওয়া যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসাবে অস্ত্র প্রত্যাহার করা হচ্ছে বলে বৃহস্পতিবার জানান দিল ইউক্রেইনের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

তবে মন্ত্রণালয় হুঁশিয়ার করে দিয়ে এও বলেছে যে, হামলার কোনো চেষ্টা হলে অস্ত্র প্রত্যাহারের সময় বদলানো হবে।