শ্রীলংকায় বন্যায় ৪০ হাজার মানুষ বাস্তুচ্যুত

প্রবল বৃষ্টিপাতে শ্রীলংকার তিনটি প্রদেশে ব্যাপক বন্যার সৃষ্টি হয়েছে। এতে করে ৪০ হাজারেরও বেশি মানুষ ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন।

>> আইএএনএসবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Dec 2014, 09:46 AM
Updated : 22 Dec 2014, 09:46 AM

দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, উত্তর মধ্যাঞ্চলীয় এবং পূর্বাঞ্চলের তিনটি প্রদেশে দুইদিনের অবিশ্রান্ত বৃষ্টিতে বন্যার সৃষ্টি হয়েছে। এসব অঞ্চলের হাজার হাজার মানুষ স্কুল, উপাসনালয় এবং বিভিন্ন কমিউনিটি সেন্টারে আশ্রয় নিয়েছে।

তবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বাত্তিকালোয়া এবং অনুরাধাপুরা। এই দুটি অঞ্চল রাজধানী কলম্বো থেকে যথাক্রমে ৩০০ কিলোমিটার পূর্ব ও ১৮০ কিলোমিটার উত্তরপূর্বাঞ্চলে অবস্থিত। অঞ্চল দু’টি চলতি বছরের অগাস্ট থেকে নভেম্বর পর্যন্ত প্রচণ্ড খরার কারণে ধানের ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের মুখপাত্র লাল কুমার জানিয়েছেন, মানুষদের সরিয়ে নেয়ার পাশাপাশি উপদ্রুত এলাকায় তৈরি খাবার পাঠানো হচ্ছে। এসব এলাকার রাস্তা ও রেলপথ ক্ষতিগ্রস্ত হয়েছে।

দেশটিতে সাম্প্রতিক বছরগুলোতে ব্যাপক মৌসুমী বৃষ্টিপাত ও ভূমিধসের ঘটনা ঘটেছে।