নিলাম হচ্ছে হিটলারের আঁকা ছবি

জলরঙে আঁকা মিউনিখের সিটি হলের ১শ’ বছরের পুরনো একটি ছবি। এ সপ্তাহের নিলামে ছবিটির দাম ৫০ হাজার ইউরোর(৬০ হাজার ডলার) বেশি উঠবে বলে ধারণা করা হচ্ছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Nov 2014, 02:34 PM
Updated : 21 Nov 2014, 02:34 PM

ছবিটির শৈল্পিক মূল্যের জন্য নয় বরং ছবির নিচে থাকা স্বাক্ষরের জন্যই এর এই দাম উঠবে বলে মনে করা হচ্ছে। কারণ, ছবিটি জার্মানির কুখ্যাত একনায়ক অ্যাডলফ হিটলারের আঁকা। তার আঁকা ছবিগুলোর প্রতি মানুষের আকর্ষণ আছে সবসময়ই।

জার্মানির ন্যুরেমবার্গে নিলামটি হবে শনিবারে।ন্যুরেমবার্গের উইডলার নিলামঘর জানিয়েছে, হিটলার প্রায় দুই হাজারটি ছবি এঁকেছেন। এ ছবিটি সেগুলোরই একটি। খুব সম্ভবত ১৯১৪ সালের দিকে তিনি এ ছবি আঁকেন। ওই সময় চিত্রশিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করার সংগ্রাম করছিলেন তরুণ হিটলার।

এর প্রায় দুই দশক পর জার্মানির ক্ষমতা গ্রহণ করেন তিনি। ছবিটির বর্তমান মালিক দুইজন নারী যারা সম্পর্কে দুই বোন। তাদের দাদা ১৯১৬ সালে ছবিটি ক্রয় করেছিলেন। নিলামে ছবিটির প্রাথমিক দাম ধরা হচ্ছে সাড়ে চার হাজার ইউরো।