পেরুর ‘নোংরা যুদ্ধে’ নিহতদের দেহাবশেষ হস্তান্তর

পেরুর দক্ষিণাঞ্চলীয় শহর আয়াকুচোতে এক অনুষ্ঠানের মাধ্যমে ‘নোংরা’ যুদ্ধের (গৃহযুদ্ধ) শিকার ৮০ জন নিহতের দেহাবশেষ তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজ ডেস্ক>>বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Oct 2014, 09:52 AM
Updated : 28 Oct 2014, 09:52 AM

মঙ্গলবার বিবিসি জানিয়েছে, দেশটির আয়াকুচো ও হুয়ানকাভেলিকা প্রদেশে থেকে ২০১১ থেকে ২০১৩ সালের মধ্যে এসব দেহাবশেষগুলো উদ্ধার করে সরকারি ফরেনসিক টিম।

নিহত এসব ব্যক্তির অর্ধেকেরও বেশি শাইনিং পাথ বিদ্রোহীদের হাতে নিহত হয়েছিলেন। বাকিদের হত্যা করেছিল দেশটির নিরাপত্তা বাহিনীগুলো।

এক ট্রুথ কমিশনের অনুসন্ধানে ১৯৮০ থেকে ২০০০ সাল পর্যন্ত চলা ওই গৃহযুদ্ধে ৭০ হাজার মানুষ নিহত হয়েছিলেন বলে জানা গেছে।

‘নোংরা যুদ্ধে’ নিহতদের পরিধেয়

হস্তান্তর করা ৮০টি দেহাবশেষের মধ্যে ৫১ জনকে শাইনিং পাথ গেরিলারা এবং ২৯ জনকে নিরাপত্তা বাহিনী হত্যা করেছিল বলে সনাক্ত করেছেন ফরেনসিক বিশেষজ্ঞরা।
নিহতদের প্রায় সবাই পূর্ণবয়স্ক পুরুষ ও নারী। নিহত নারীদের মধ্যে দুজন গর্ভবতীও রয়েছেন।
২০০৬ সাল থেকে পেরুর গৃহযুদ্ধে নিহতদের দেহাবশেষের খোঁজে এই ফরেনসিক দলটি কাজ শুরু করে। তারা এ পর্যন্ত ২,৯২৫টি দেহাবশেষ খুঁজে পেয়েছেন। দেহাবশেষগুলোর মধ্যে ১,৬৮৯ জনকে সনাক্ত করা সম্ভব হয়েছে।