ভারত সীমান্তের কাছে বাংকার বানাচ্ছে: পাকিস্তান

কোনোরকম উস্কানি ছাড়াই সীমান্তে গুলি চালিয়ে ভারত সীমানার ৫শ’ মিটার এলাকার মধ্যে বাংকার তৈরি করছে বলে অভিযোগ করেছে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রণালয়।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Oct 2014, 03:25 PM
Updated : 23 Oct 2014, 03:25 PM

ইসলামাবাদে সাপ্তাহিক এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের কাছে এক বক্তব্যে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র তাসনীম আসলাম বলেন, “এ বাংকার নির্মাণ করাটা নয়াদিল্লি এবং ইসলামাবাদের মধ্যে ২০১০ সালে স্বাক্ষরিত চুক্তির লঙ্ঘন”।

তিনি বলেন, “দ্বিপক্ষীয় চুক্তি ভঙ্গ করে বাংকার তৈরির অনুমতি পাকিস্তান কখনো দেবে না”।

পাক-ভারত সীমান্তের নিয়ন্ত্রণ রেখা বরাবর পরিস্থিতি উল্লেখ করে আসলাম বলেন, “কাশ্মীরি জনগণ নিয়ন্ত্রণ রেখার ওপারে বাস করে। পাকিস্তানের সেনাবাহিনী নিয়ন্ত্রণ রেখায় ভারতের সেনাদের গুলির জবাব দেয়ার সময় তাদের নিরাপত্তার দিকটিও সবসময় মাথায় রাখে”।