সৌদিতে শিয়া ধর্মগুরুর প্রাণদণ্ড

শিয়া জনগণের অধিকারের পক্ষে সরব হওয়া ও রাজতন্ত্রের সমালোচনার অপরাধে সৌদি আরবে এক শিয়া ধর্মবিদকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে দেশটির সর্বোচ্চ আদালত।

>>রয়টার্স
Published : 15 Oct 2014, 04:10 PM
Updated : 15 Oct 2014, 04:10 PM

বুধবার কারাগারে আটক শেখ নিমর আল-নিমর এর বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দেয়া হয় বলে জানিয়েছেন তার ভাই মুহাম্মদ আল নিমর।

আরব বসন্তের সঙ্গে তাল মিলিয়ে ২০১১ সালের ফেব্রুয়ারিতে সৌদি আরবের পূর্বাঞ্চলীয় তেল সম্বৃদ্ধ কাতিফ প্রদেশে বিক্ষোভ শুরু করে শিয়া ধর্মাবলম্বীরা। তারা রাজতন্ত্রের বিভিন্ন নীতির পরিবর্তন ও শিয়াদের জন্য আরো অধিকার আদায়ের দাবি জানায়।

ওই বিক্ষোভের জের ধরে বহুবার কাতিফে নিরাপত্তা বাহিনী ও শিয়াদের মধ্যে সংঘর্ষ হয়েছে, যাতে বেশ কয়েকজন মারাও গেছেন। এছাড়া, কয়েক হাজার শিয়া বিক্ষোভকারীকে গ্রেপ্তার করে কারান্তরীণ করা হয়েছে বলে খবরে জানা যায়।

কাতিফ প্রদেশের ওই বিক্ষোভে সমর্থন, নেতৃত্ব দেয়া কিংবা বিক্ষোভ উস্কে দেয়াসহ বিভিন্ন অভিযোগে শিয়া ধর্মবিদের প্রাণদণ্ড দেয় রাজকীয় বিচারকরা। নুতন এই রায়ের কারণে কাতিফে নতুন করে বিক্ষোভ ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।