হামাসের ‘কব্জায় ইসরায়েলি সেনা’

গাজায় এক সেনাকে খুঁজে বেড়াচ্ছে ইসরায়েলি বাহিনী। হামাস যোদ্ধারা তাকে আটক করেছে বলে ধারণা করা হচ্ছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 August 2014, 12:42 PM
Updated : 1 August 2014, 12:42 PM

গাজায় শুক্রবার ৭২ ঘণ্টার অস্ত্রবিরতি শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই তা ভেঙে পড়ে। এতে নিহত হয় অন্তত ৪০ ফিলিস্তিনি। অস্তবিরতি ভঙ্গের জন্য হামাসকে দায়ী করেছে ইসরায়েল।

ইসরায়েলের সেনাবাহিনী বলেছে, গাজায় হামাসের সুড়ঙ্গ ধ্বংস অভিযানের সময় ওই সেনা নিখোঁজ হয়।

এর আগে ২০০৬ সালে ফিলিস্তিনি গেরিলারা গিলাদ শালিত নামের এক ইসরায়েলি যোদ্ধাকে আটক করে। ২০১১ সালের নভেম্বর পর্যন্ত ৫ বছর তাকে আটকে রাখে তারা। পরে ১ হাজার ফিলিস্তিনি বন্দি মুক্তির বিনিময়ে ওই সেনাকে মুক্তি দেয়া হয়।