লিবিয়ায় লড়াইয়ে ৫০ জনের বেশি নিহত

লিবিয়ার পূর্বাঞ্চলীয় বেনগাজি শহরে লিবিয়ার বিশেষ বাহিনী এবং মুসলিম জঙ্গিদের মধ্যে শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত চলা লড়াইয়ে অন্তত ৩৬ জন নিহত হয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 July 2014, 12:13 PM
Updated : 27 July 2014, 12:13 PM

নিহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। কয়েকটি হাসপাতাল ও নিরাপত্তাসূত্র একথা বলেছে। অন্যদিকে, রাজধানী ত্রিপোলিতে একটি বিমানবন্দরের কাছে প্রচণ্ড লড়াইয়ে নিহত হয়েছে আরো ২৩ জন। এদের সবাই মিশরীয় কর্মী।

দেশের বিশাল অংশ জুড়ে থাকা মিলিশিয়ারা ২০১১ সাল থেকে লিবিয়ায় শুরু হওয়া সহিংসতার জন্য দায়ী। গত দু’সপ্তাহে দেশটিতে নতুন করে সবচেয়ে প্রাণঘাতী সহিংসতা শুরু হয়েছে।

যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য তাদের দেশের নাগরিকদেরকে লিবিয়া ভ্রমণে না যাওয়ার পরামর্শ দিয়েছে। যুক্তরাষ্ট্র লিবিয়ায় তাদের দূতাবাস খালি করে দিয়েছে।

লিবিয়া থেকে তুরস্কও তাদের ৭শ’ স্টাফ সরিয়ে নিয়েছে। এ সপ্তাহের শুরুর দিকে জাতিসংঘও লিবিয়া থেকে তাদের সব স্টাফ সরিয়ে নেয়ার ঘোষণা দিয়েছে।