সিরিয়ায় বিমান হামলায় নিহত ২৭

সিরিয়ায় বিদ্রোহীদের নিয়ন্ত্রিত একটি বাজারে সরকারি বাহিনীর বিমান হামলায় ২০ জনের বেশি হতাহত হয়েছেন।

নিউজ ডেস্ক>>বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 April 2014, 05:21 AM
Updated : 25 April 2014, 08:11 AM

আন্দোলনকারী গোষ্ঠীদের বরাতে বিবিসি এ খবর জানিয়েছে।

আলেপ্পোর উত্তরে আতারেব এলাকার একটি বাজারে চালানো এই হামলায় কয়েক ডজন মানুষের আহত হওয়ার খবর পাওয়া গেছে।

যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, বৃহস্পতিবার সকালে ব্যস্ত সবজিবাজারে এই হামলা চালানো হয়।

বিদ্রোহীদের সঙ্গে ঘনিষ্ঠ এই মানবাধিকার সংস্থাটি দাবি করছে, হামলায় নিহতের সংখ্যা ২৭।

মানবাধিকার সংস্থাটির পরিচালক রামি আবদেল রহমান জানান, হামলায় নিহতদের সবাই বেসামরিক লোকজন।

অবশ্য আন্দোলনকারীদের গঠিত আলেপ্পো মিডিয়া সেন্টার থেকে জানানো হয়, আকাশ হামলায় ২০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন।

স্থানীয় আন্দোলনকর্মী আবু ওমর বলেন, “এই এলাকার একটি বাজার আজ হামলার শিকার হয়েছে। আর তাতে অনেক সাধারণ মানুষ নিহত হয়েছেন। সরকারি অনুগত বাহিনী প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে বিদ্রোহীদের সমর্থন জানানো জনগণের ওপর আকস্মিক হামলা চালাচ্ছে।”

দেশটির প্রেসিডেন্ট আসাদ অনুগত সরকারি বাহিনী সাম্প্রতিক সময় বিভিন্ন অঞ্চলে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় সাফল্য লাভ করলেও দেশটির বিশাল একটি অংশ এখনো বিদ্রোহীরা নিয়ন্ত্রণ করছেন।

চলতি সপ্তার শুরুর দিকে সিরিয়ার সরকার আগামী ৩ জুন প্রেসিডেন্ট নির্বাচনের ঘোষণা দিয়েছে। তাদের এই পরিকল্পনা জাতিসংঘ, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন প্রত্যাখ্যান করেছে।

তিন বছর ধরে সিরিয়ায় গৃহযুদ্ধ চলছে। এই যুদ্ধে এ পর্যন্ত অন্ততপক্ষে দেড়লাখ মানুষ প্রাণ হারিয়েছেন।