অন্ধ্রের উপকূলে ৯শ’ মৃত কচ্ছপ

অন্ধ্রপ্রদেশের ভারত মহাসাগরের উপকূলে ৯ শতাধিক ছোট সামুদ্রিক জলপাই সবুজ কচ্ছপ মৃত অবস্থায় পাওয়া গেছে।

নিউজ ডেস্ক>>বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Feb 2014, 08:54 AM
Updated : 28 Feb 2014, 08:54 AM

সামুদ্রিক প্রাণী সংরক্ষণবাদী গোষ্ঠীর সূত্রে এ তথ্য জানিয়েছে বিবিসি।

গোষ্ঠীটি বলছে, সমুদ্রে অবৈধ মাছশিকারী ট্রলারগুলো তাদের জালে যেন কচ্ছপ প্রবেশ না করে সেজন্য কোন যন্ত্র ব্যবহার করে না। আর এ কারণেই প্রতিবছর উল্লেখযোগ্য সংখ্যক কচ্ছপ মারা পড়ে।

বিশেষজ্ঞরা বলছেন, ১০ বছরের মধ্যে এত বিশাল সংখ্যক মৃত কচ্ছপ দক্ষিণ ভারতীয় উপকূলে পাওয়া যায়নি।

জলপাই সবুজ (অলিভ রাইডলি) নামে ওই সামুদ্রিক ছোট কচ্ছপগুলো ভারতে বিপণ্ন হয়ে পড়ছে। এ প্রজাতির কচ্ছপ সামুদ্রিক অপর পাঁচ ধরনের কচ্ছপের মতো যারা সৈকতেই প্রজনন করে ও বাসা বানিয়ে থাকে।

ট্রি ফাউন্ডেশনের সাপরাজা ধরিনি বলেন, এ প্রজাতির কচ্ছপ সৈকত থেকে সাধারণত সমুদ্রের ৫ মাইল দূর পর্যন্ত যায়। কিন্তু আমরা দেখলাম, এ সময়ে চার মাইলেরও কম দূরত্বের মধ্যেই সামুদ্রিক চিংড়ি শিকার করা হচ্ছে। ফলাফল, অনেক কচ্ছপ জালে আটকা পড়ছে।

ভারতের পূর্ব ও দক্ষিণ উপকূলে প্রতি বছর জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যে লাখ লাখ জলপাই সবুজ কচ্ছপ সৈকতে ঘর বানিয়ে ডিম পাড়ার জন্য আসে।

২০০৩ সালে ভারতের উড়িষ্যা রাজ্যের উপকূলে এ প্রজাতির ৩ হাজার কচ্ছপ মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল।