ইরানের শক্তিশালী ভূমিকম্প মঙ্গলবার ধ্বংসলীলা ঘটিয়েছে প্রতিবেশী দেশ পাকিস্তানে।১৩ জন নিহত হওয়া ছাড়াও পাকিস্তানে বিধ্বস্ত হয়েছে শ’শ’ ঘরবাড়ি।প্রকম্পিত হয়েছে উপসাগরীয় আরব দেশগুলোসহ আরো দূরের ভারতও।
Published : 16 Apr 2013, 11:31 AM
পাকিস্তানের কর্মকর্তারা বলেছেন, ইরান সীমান্তবর্তী দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তানের মাসকিল শহরে অন্তত ৮ জন নিহত এবং ২০ জন আহত হয়েছে।
আরো কয়েকশ’ বাড়িঘর ধসে পড়েছে বলে জানিয়েছেন মাসকিলের স্বাস্থ্য কেন্দ্রের প্রধান মোহাম্মদ আশরাফ।
ঘরবাড়ির ধ্বংসস্তুপে চাপা পড়ে বেলুচিস্তানের পাঞ্জুর এলাকায় ৩ নারী ও ২ শিশু মিলিয়ে অন্তত ৫ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন বেলুচিস্তানের কোয়েটা নগরীর দুর্যোগ-ব্যবস্থাপনা ইউনিটের কর্মকর্তা আলি ইমরান।
সে তুলনায় ইরানে ভূমিকম্পে ক্ষয়ক্ষতি কিছুটা কম হয়েছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
পুরো অঞ্চলের সঙ্গে যোগাযোগ ছিন্ন হয়ে যাওয়ায় ইরানে ভূমিকম্পে মৃতের সংখ্যা প্রাথমিক খবরে ৪০ বলা হলেও এখন হতাহতের সংখ্যা নিয়ে পরষ্পরবিরোধী খবর পাওয়া যাচ্ছে।
ইরানের একজন প্রাদেশিক গভর্নর পরবর্তী খবরে হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন।
ভূমিকম্পের পরপরই ইরানের কর্মকর্তারা নিহতের সংখ্যা কয়েকশ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন এবং অিনিশ্চিত কয়েকটি খবরে নিহতের সংখ্যা ৪০ উল্লেখ করা হয় রাষ্ট্রীয় গণমাধ্যমে।
কিন্তু পরে ইরানের সিস্তান ও বেলুচিস্তান প্রদেশের গভর্নর হাতাম নারিউই আইএসএনএ বার্তা সংস্থাকে বলেন, ভূমিকম্পে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
তবে ইরানের সাভারান এলাকার এক কর্মকর্তা ভূমিকম্পে ৬-৭ জন আহত হয়েছে বলে জানান।তাছাড়া, সাভারান এবং গাস্ত শহরের কাছে কয়েকটি গ্রামে বেশকিছু বাড়িঘরও ক্ষতিগ্রস্ত হওয়ার কথা জানান তিনি।
উদ্ধারকর্মীরা ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে ধ্বংসস্তুপে আটকা পড়া জীবীতদের সন্ধান করছে।
যুক্তরাষ্ট্রের জিওলজিকাল সার্ভে (ইউএসজিএস) জানায়, মঙ্গলবার বাংলাদেশ সময় বিকেল ৪টা ৪৪ মিনিটে হওয়া ভূমিকম্পটির রিখটার স্কেলে মাত্রা ছিল ৭ দশমিক ৮।
ভূমিকম্পের কেন্দ্র ছিল ইরানের দক্ষিণ-পূর্বে জাহেদান শহর থেকে ২০১ কিলোমিটার দক্ষিণ-পূর্ব এবং ২৫০ কিলোমিটার উত্তরপশ্চিমে পাকিস্তান সীমান্তের কাছে।
ভূমিকম্পে নয়া দিল্লির উচু দালানগুলো কেঁপে ওঠে বলে রয়টার্স জানায়। মধ্যপ্রাচ্যজুড়েও ভূমিকম্পটি অনুভূত হয়।
পাকিস্তানের করাচি, কোয়েটাসহ ভারতের রাজধানী নয়াদিল্লি ভূমিকম্পে প্রকম্পিত হয়।ঘরের বাইরে বেরিয়ে আসে আতঙ্কিত লোকজন।কাতার এবং দুবাইয়েও লোকজন ভূকম্পনের আতঙ্কে বাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসে।
গত ৪০ বছরের মধ্যে ইরানে এটি সবচেয়ে বড় ভূমিকম্প।জাহেদান শহরে ভূমিকম্প অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গে রাস্তায় নেমে আসে মানুষ।বিচ্ছিন্ন হয়ে যায় এলাকার সব যোগাযোগ ব্যবস্থা।
গত ৯ এপ্রিল দক্ষিণ-পশ্চিম ইরানে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে কমপক্ষে ৩৭ জন নিহত এবং ৮৫০ জন আহতের ঘটনার পর আবার এ ভূমিকম্প হল।