কাশ্মিরে কেবল কার ছিঁড়ে ৭ জনের মৃত্যু

ভারতের জাম্মু ও কাশ্মিরে কেবল কারের তারের উপর একটি গাছ ভেঙ্গে পড়লে তার ছিঁড়ে একটি কার কয়েকশ ফুট নিচে মাটিতে গিয়ে পড়ে।

নিউজডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 June 2017, 01:13 PM
Updated : 25 June 2017, 02:45 PM

গুলমার্গ এলাকায় রোববার এ দুর্ঘটনায় সাতজন মারা গেছে বলে জানায় এনডিটিভি।

এখনও সেখানে আরও ১৫টি কেবল কার ঝুলন্ত অবস্থায় আছে। সেগুলোতে আটকা পড়া পর্যটকদের উদ্ধারের কাজ চলছে বলে জানান স্থানীয় এক কর্মকর্তা।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ঝড়ো বাতাসে গাছটি ভেঙ্গে তারের উপর পড়ে।

১৯৯৮ সাল থেকে গুলমার্গে শুরু হওয়া গনডোলা কেবল কার সার্ভিসে এই প্রথম এ ধরণের দুর্ঘটনা ঘটলো।

নিহতদের মধ্যে রাজধানী দিল্লির একটি পরিবার রয়েছে। তারা হলেন, জয়ন্ত আনদ্রাস্কর ও তার স্ত্রী মানসী আনদ্রাস্কর এবং তাদের দুই কন্যা আনাহা ও জাহ্নবি।