মেক্সিকোতে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১৭

দক্ষিণ মেক্সিকোর গুয়াতেমালা সীমান্তের কাছে পার্বত্য এলাকায় একটি যাত্রীবাহী বাস রাস্তা থেকে পাশের খাদে পড়ে গিয়ে অন্তত ১৭ জন নিহত ও ৩১ জন আহত হয়েছে।

>>রয়টার্স
Published : 22 May 2017, 05:23 AM
Updated : 22 May 2017, 07:43 AM

প্রশান্ত মহাসাগরের তীরবর্তী একটি ধর্মীয় আবাস থেকে লোকজনকে ফিরিয়ে আনার সময় মোটোজিন্তলা শহরের কাছে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে পাশের ৩০০ ফুট গভীর খাদে পড়ে যায়, রোববার জানিয়েছে কর্তৃপক্ষ।

এক বিবৃতিতে চিয়াপাস রাজ্যের জরুরি বিভাগ জানিয়েছে, যাত্রীদের অধিকাংশই নিকটবর্তী পৌরসভা লা ট্রিনিটারিয়ার বাসিন্দা ছিলেন, তাদের মধ্যে ১৭ জন নিহত হয়েছে।

ঘটনাস্থলে থাকা কর্মকর্তারা আরো ৩১ জন আহত হওয়ার কথা জানিয়েছেন।

কীভাবে দুর্ঘটনাটি ঘটল তাৎক্ষণিকভাবে সে বিষয়টি পরিষ্কার হওয়া যায়নি। প্রকাশিত ছবিতে বাসটিকে বনাচ্ছাদিত সংকীর্ণ একটি নালায় পড়ে থাকতে দেখা গেছে।