জার্মানিতে সুইস গুপ্তচর গ্রেপ্তার

জার্মানির ফ্রাঙ্কফুর্টে গুপ্তচরবৃত্তির সন্দেহে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 April 2017, 05:35 PM
Updated : 30 April 2017, 05:35 PM

ডানিয়েল এম নামের ওই ব্যক্তিকে শুক্রবার পুলিশ হেফাজতে নেওয়া হয়। তবে গত ডিসেম্বর থেকে তার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল।

জার্মান কেন্দ্রীয় কৌঁসুলিরা বলছেন, ওই ব্যক্তি ২০১২ সাল থেকে কোনও বিদেশি রাষ্ট্রের হয়ে কাজ করছেন বলে সন্দেহ করা হচ্ছে।

ডানিয়েল জার্মান কর-তদন্তকারীদের ওপর নজরদারি করেছেন বলে ধারণা করা হচ্ছে।

জার্মান কর-কর্তৃপক্ষ সম্প্রতি সুইস অ্যাকাউন্টধারী জার্মান নাগরিকদের খুঁজে বের করতে কিছু সুইস ব্যাংক থেকে অ্যাকাউন্টের তথ্যের সিডি কিনে বিতর্ক সৃষ্টি করেছে। বিষয়টি নিয়ে সুইস ও জার্মান সরকারের মধ্যে বিরোধ দেখা দিয়েছে।

জার্মানির যুক্তি, কিনে নেওয়া তথ্যের মাধ্যমে বিপুল পরিমাণ করহীন অর্থ জব্দ করা সম্ভব হবে। কিন্তু সুইস কর্তৃপক্ষ বলছে, সুইস ব্যাংক থেকে চুরি করা তথ্য অর্থ দিয়ে কিনে নেওয়া ঠিক নয়।