মৃত্যুও যাদের আলাদা করতে পারেনি

হাতে হাত রেখে সুখে-দুঃখে ৬৯ বছরের বিবাহিত জীবন কাটিয়ে দেওয়া আইজ্যাক ভ্যাকিন ও তেরেসা দম্পতি মারাও গেছেন হাতে হাত রেখে।

নিউজডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 April 2017, 08:25 AM
Updated : 28 April 2017, 08:25 AM

যুক্তরাষ্ট্রের গণমাধ্যমকে পরিবারের সদস্যরা জানান, স্ত্রী তেরেসা (৮৯) মারা যাওয়ার মাত্র ৪০ মিনিট পর আইজ্যাকও (৯১) মারা যান।

ডেইলি হেরাল্ড পত্রিকার খবরে বলা হয়, আলঝেইমার আক্রান্ত তেরেসা মারা যাওয়ার পর তার হাত ধরে ছিলেন আইজ্যাক। একপর্যায়ে তিনিও মৃত্যুর কোলে ঢলে পড়েন।

এ দম্পতির মেয়ে ক্লারা গেস্কলিন বলেন, “তাদের পরস্পরের প্রতি প্রখর ভালোবাসা ছিল। আসলে তারা একে অপরকে ছাড়া বাঁচতেই পারতো না।”

বিয়ের দিন আইজ্যাক ভ্যাকিন ও তেরেসা দম্পতি।

“তারা সবসময়ই পরস্পরকে ভালোবেসেছে, শেষ সময় পর্যন্ত যা অব্যাহত ছিল।একেবারে শেষ সেকেন্ড পর্যন্ত।”

বিবিসি জানায়, কয়েকদিন আগে অসুস্থ ভ্যাকিন দম্পতিকে স্থানীয় হাইল্যান্ড পার্ক হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শনিবার তাদের অবস্থার আরও অবনতি হলে হাসপাতালের কর্মীরা তাদের দুজনের বিছানা পাশাপশি রাখার সিদ্ধান্ত নেয়।