মারুতি কারখানায় সহিংসতা: ৩১ জন দোষী সাব্যস্ত

ভারতের রাজধানী দিল্লির বাইরে ২০১২ সালে মারুতি সুজুকি কারখানায় সহিংস বিক্ষোভ এবং ম্যানেজারকে হত্যার ঘটনায় ৩১ জনকে দোষী সাব্যস্ত করেছে আদালত।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 March 2017, 11:43 AM
Updated : 10 March 2017, 11:43 AM

দোষীরা প্রত্যেকেই মানেসরের মারুতি সুজুকি কারখানার কর্মী। আরও ১১৭ জন কর্মী খালাস পেয়েছে।

বিক্ষোভকালে আহত ৮০ জনের বেশি মানুষের মধ্যে ছিলেন দুজন জাপানিও। শ্রমিকদের মজুরি, চুক্তি এসব নিয়ে বিরোধ থেকেই সহিংস ওই বিক্ষোভ হয়েছিল বলে মনে করা হয়। এক দল শ্রমিকের হাতে আক্রান্ত হন কারখানার উচ্চপদস্থ কর্মর্তারা।

হিউম্যান রিসোর্স ম্যানেজার অবনীশ কুমার দেবের গায়ে আগুন ধরিয়ে দেয় শ্রমিকরা। সেখানেই মৃত্যু হয় তার। দীর্ঘক্ষণ ধরে চলতে থাকা সহিংসতায় ম্যানেজমেন্টের বহু কর্মকর্তা আহত হন, আক্রান্ত হয় পুলিশও।

ঘটনার চার বছর পর হরিয়ানার গুরুগ্রাম আদালত মামলার রায় ঘোষণা করল। ৭ জন শ্রমিককে খুনের অভিযোগে দোষী সাব্যস্ত করেছে আদালত। শুক্রবারই তাদের সাজা ঘোষণা করার কথা রয়েছে বলে জানিয়েছে বিবিসি।