এরদোয়ানের অভিযোগ অগ্রহণযোগ্য: জার্মানি

গণভোটের প্রচারণার জন্য প্রবাসী তুর্কিদের অনুমতি না দেওয়াকে কেন্দ্র করে সম্পর্কের টানাপোড়েনের মধ্যে তুরস্কের অভিযোগ নাকচ করে দিয়েছে জার্মানি।

>>রয়টার্স
Published : 6 March 2017, 11:58 PM
Updated : 7 March 2017, 00:20 AM

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের বক্তব্যের জবাবে জার্মানি বলেছে, তাদের সঙ্গে হিটলারের নাজি বাহিনীর তুলনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

সেইসঙ্গে জোটের বিষয়টিও গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয় এক বিবৃতিতে।

তুরস্কের গণভোটকে কেন্দ্র করে প্রবাসী তুর্কিরা শোভাযাত্রা করার অনুমতি চেয়েছিল জার্মানির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে।

জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেলের চিফ অব স্টাফ পিটার আল্টমায়ের সোমবার বলেন, “আমাদের সমালোচনা করা উচিত হবে না। তা আমরা সহ্যও করব না।”

গণভোটের বিষয়ে জার্মানিপ্রবাসী তুর্কিদের মধ্যে প্রচারণা চালাতে চেয়েছিলেন তুর্কি মন্ত্রীরা। কিন্তু জার্মানির কর্তৃপক্ষ সেই অনুমতি দেয়নি। কয়েকটি স্থানে সভার অনুমতি দিয়েও বাতিল করা হয়।

পরিস্থিতি স্বাভাবিক করতে তুর্কি প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিমকে ফোন করেছিলেন মের্কেল।

এর আগে এরদোয়ান অভিযোগ করেন, “জার্মানি গণতন্ত্র ধারণ করে না। তাদের বর্তমান আচরণ নাজি আমলের আচরণের চেয়ে ভালো কিছু নয়।”